শীতে চুলের রুক্ষ্মতা এড়াতে

শীতকালে আর্দ্রতা হারিয়ে চুল দ্রুত শুষ্ক হয়ে যায়। তাই ঘন ঘন শ্যাম্পু করা ভালো নাও হতে পারে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2023, 12:31 PM
Updated : 17 Jan 2023, 12:31 PM

ঠাণ্ডা বাতাস চুলের আর্দ্রতার স্তরে প্রভাব ফেলে। ফলে শুষ্ক ও রুক্ষ হয়ে যায় চুল। 

কেশ পরিচর্যার যন্ত্র তৈরির প্রতিষ্ঠান ‘ডাইসন’য়ের জ্যেষ্ঠ কেশ-বিশেষজ্ঞ রব স্মিথ টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “চুলের স্বাস্থ্য ভালো রাখতে শীতকালে নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন।”

আর দরকার কিছু বিষয়ে নজর রাখা।

ভেজা চুলে বাইরে না যাওয়া: ভেজা অবস্থায় চুল দুর্বল থাকে। ফলে ক্ষতিগ্রস্ত হয় দ্রুত। উন্নত মানের হেয়ার ড্রায়ার ব্যবহার চুল শুকানোর পাশাপাশি স্টাইল করতেও সহায়তা করে।

দীর্ঘ সময় চুল দুর্বল অবস্থা থেকে রক্ষা করতে তা দ্রুত শুকানোর ব্যবস্থা নেওয়া উচিত।

কম শ্যাম্পু, বেশি কন্ডিশনার: শীতকালে মাথার ত্বক তুলনামূলক শুষ্ক থাকে। যে কারণে চুলকানির সমস্যা দেখা দেয়। শ্যাম্পু মাথার ত্বকের আর্দ্রতা রক্ষাকারী প্রাকৃতিক তেল শুষে নেয়। তাই মৃদু শ্যাম্পু ব্যবহার করা উচিত। অথবা ঘন ঘন শ্যাম্পুর ব্যবহার এড়িয়ে চলা উচিত।

শুষ্ক মাথার ত্বক: শীত মৌসুমে বাতাস শুষ্ক থাকে। ঘরে হিউমিডিফায়ার ব্যবহার মাথার ত্বকের আর্দ্রতা রক্ষায় সহায়তা করে।

এছাড়াও শ্যাম্পু করার পরে চুল আর্দ্র রাখতে উন্নত মানের তেল ব্যবহার করা যেতে পারে।

স্থির বিদ্যুৎ: শীতকালে চুলে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয় ও আর্দ্রতা হ্রাস পায়। এতে চুল দেখতে রুক্ষ ও অনিয়ন্ত্রিত লাগে।

উন্নত কন্ডিশনার ব্যবহার: উন্নত কন্ডিশনার ব্যবহার চুল ফাটা কমায়। চুল আর্দ্র ও কিউটিকেল সুরক্ষিত রাখতে এবং জট ছাড়াতে কন্ডিশনার ব্যবহার উপকারী।

ছবির মডেল: বন্যা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন

Also Read: শীতে চুল ভালো রাখার ঘরোয়া পন্থা

Also Read: চুল নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়

Also Read: চুল রং করতে ঘরোয়া পন্থা