নাস্তায় ক্রস্যান্ট, টর্টিয়া ও পাউরুটি

নাস্তায় ভিন্নতা আনতে পারে তিনটি ভিন্ন পদ।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2022, 06:27 AM
Updated : 19 Nov 2022, 06:27 AM

পাউরুটি বাদে ক্রস্যান্ট আর টর্টিয়া সম্পর্কে অনেকেরই হয়ত ধারণা নেই।

ইউরোপে সকালের নাস্তায় ক্রস্যান্ট বেশ প্রচলিত। আর টর্টিয়া রুটির প্রচলণ মেক্সিকোতে। আর আমাদের দেশে পাউরুটি বহুকাল ধরেই পরিচিত।

পাউরুটি ছাড়াও এখন ক্রস্যান্ট ও টর্টিয়া খাওয়ার প্রচলণ দেশে বেড়েছে। তবে বাসাবাড়িতে নয়, বিভিন্ন রেস্তোরাঁয়।

নাস্তা হিসেবে পাউরুটির পাশাপাশি এই দুই পদ ঘরের খাবার টেবিলে যুক্ত করার সুযোগ করে দিয়েছে ড্যান কেক।

সম্প্রতি এক সংবাদ সম্মেলন আয়োজন করে ড্যান ফুডস লি.য়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ মিল্ক ব্রেড, টর্টিয়া রুটি এবং ক্রস্যান্ট উন্মোচন করেন।

তিনি বলেন, “বাজারে এই ধরনের পণ্য আগে থেকেই রয়েছে। তবে সুস্বাদু, স্বাস্থ্যকর এবং সুবিধাজনক হিসেবে ড্যান কেক ‘ব্রেকফাস্ট সলিউশন’ ক্যাটাগরিতে ভোক্তাদের জন্য এই নাস্তার পদগুলো নিয়ে এসেছে।”

মিল্ক ব্রেডের প্রতিটি প্যাকের ওজন ৪শ’ গ্রাম। আর প্রতি প্যাকে টর্টিয়া রুটি পাওয়া যাবে আটটি এবং ক্রস্যান্ট থাকবে ছয়টি।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান শাহীদ বিন সারোয়া, ব্র্যান্ড উন্নয়ন ব্যবস্থাপক এএসএমআল আসিফ খান ব্র্যান্ড কর্মকর্তা একেএম ইরাদাত হোসেন।

২০১৫ সাল থেকে এই প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।