জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
Published : 14 Sep 2024, 01:26 PM
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে আশীর্বাদ ও সৌভাগ্য পথে আসায় এবং অতীতের কঠোর পরিশ্রমগুলো ফল আনার ইচ্ছেগুলো পূর্ণ হবে। এমন জায়গাগুলোতে সময় কাটাতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সাথে দেখা করার সুযোগ থাকবে। সপ্তাহের মাঝদিকে আর্থিক অবস্থা খারাপ হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয়ি বৃদ্ধির কারণে যতটা সম্ভব কম খরচ করুন। না হলে ভবিষ্যতে বিরূপ ফল ভোগ করতে হবে। সপ্তাহের শেষদিকে অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে। তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে। মনে হয় অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যেতে পারে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে সৃজনশীল প্রকৃতির কাজের সাথে নিজেকে জড়িত করুন। কর্মক্ষেত্রে আপনার ভালো কাজের জন্য সম্মানিত হতে পারেন। কাজের পরিবেশ এ সময়ে ভালো দিক পরিবর্তন হতে পারে। সপ্তাহের মাঝদিকে প্রেম আনন্দদায়ক ও উত্তেজনা পূর্ণ হতে পারে। আনন্দদায়ক সফর ও সামাজিক জমায়েত ভারমুক্ত ও খুশি করে রাখবে। মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান ও দাতব্য কাজে নিয়োজি করুন। সপ্তাহের শেষদিকে একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থ অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। অপ্রত্যাশিত রসিদগুলো আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে। খরচ বৃদ্ধি মনকে ভাবিত করে তুলবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে বাইরে বের হওয়ার প্রয়োজন। উচ্চ জায়গার লোকদের সঙ্গে যোগাযোগ বাড়ান। সফর করা নতুন স্থান দেখাবে আর গুরুত্বপূর্ণ যোগাযোগ সাক্ষাৎ করাবে। সপ্তাহের মাঝদিকে নিজের কাছে এবং অগ্রাধিকারে মনোনিবেশ করুন। মনের কথা বলতে ভয় পাবেন না। মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে চিনতে পারবে। সপ্তাহের শেষদিকে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে যোগাযোগ করতে ঘাবড়াবেন না আর আত্মবিশ্বাস হারাবেন না। এটা স্বাস্থ্যের জন্য যেমন ব্যবসায়ের মূলধন হিসেবেও তেমন জরুরি। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানে জন্য শ্রেষ্ঠ সময়।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কাজের জায়গায় বয়োজ্যেষ্ঠদের থেকে চাপ ও ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে- যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। ছোট দুর্ঘটনার পূর্বাভাস দেখা যায় বিশে করে ক্রসিংয়ে যত্ন নিয়ে গাড়ি চালান। সপ্তাহের মাঝদিকে দূরের জায়গার আত্মীয়রা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হয়ত আপনি ভ্রমণে বা তীর্থ যাত্রায় যাচ্ছেন। সপ্তাহের শেষদিকে কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন। এটি হল পেশা সংক্রান্ত সেইসব গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময় যা আপানি বেশ কিছু সময় ধরে ভাবছিলেন। কর্মক্ষেত্রে দারুণ কিছু করবেন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে বিবাহিত জীবন অনেক ভালো মন্দের পর- এ সময় প্রেম একে অপরের জন্য সুবর্ণ সময় হবে। মানসিক স্বচ্ছতা ব্যবসায় অন্য প্রতিযোগীদের থেকে এক প্রাধান্য প্রদান করবে। সপ্তাহের মাঝদিকে রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। পায়ের নিচে কোনো আঘাত থেকে সাবধানে থাকুন। একই সঙ্গে বুঝতে হবে রাগ স্বল্প পাগলামির রূপান্তর আর এটি মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে। সপ্তাহের শেষদিকে কেউ কেউ ধর্ম বা আধ্যাতিকতায় আগ্রহী হয়ে উঠবেন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো মানসিক চাপ আনবে। উত্তেজনাপূর্ণ সময় যখন ঘনিষ্টদের সাথে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। পরিস্থিতি সামলানোর ফলে উদ্বেগের সৃষ্টি হবে। সপ্তাহের মাঝদিকে স্বামী/ স্ত্রী বিছানায় আহত হতে পারেন। তাই দুজন দুজনের প্রতি কোমল হন। যৌথ ব্যবসায় সন্দেহজনক আর্থিক পরিকল্পনায় বিনিয়োগ করবেন না। সেগুলো খুটিনাটি দেখে কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। সপ্তাহের শেষদিকে কোনো গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। বিশেষ করে বাঁকগুলোতে। ব্যক্তিগত সম্পর্কগুলো সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ হবে। যাদের সাথে খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানোর থেকে বিরত থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে সারাটা সময় মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে। তবে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। কারণ সুখ আপনাকে হতাশার চাইতে বেশি আনন্দ দেবে। সপ্তাহের মাঝদিকে ঘরের উত্তজনা আপনাকে ক্রুদ্ধ করবে। সেগুলো চেপে রাখার জন্য শারীরিক সমস্যা বাড়াবে। শারীরিক কাজ কর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পেতে পারেন। সপ্তাহের শেষদিকে প্রাণের বন্ধু কী মনে করেন তা জানতে পারবেন। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবেন আর অসমাপ্ত কাজ শেষ করার জন্য কাজ করবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে বন্ধুদের সাথে দুর্দান্ত সময় কাটাবেন। এমন জায়গায় সময় কাটাতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সাথে দেখা করার সুযোগ যথেষ্ট। সপ্তাহের মাঝদিকে গভীর ভালোবাসার উচ্ছাস অনুভূত হবে। এটির জন্য একটু সময় বার করতে কার্পণ্য করবেন না। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় ভালোবাসার উচ্ছাসের অভিজ্ঞতা লাভ করবে। সপ্তাহের শেষদিকে বাড়ির কাজ ক্লান্তিকর হতে পারে যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা। প্রতিযোগিতা তীব্র হওয়াতে কাজের সূচী ধকল সাধ্য হয়ে উঠবে। নিজের আশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে সক্ষম হবেন।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে আত্মীয় ও বন্ধুরা চমৎকার সময়ের জন্য চলে আসতে পারে। পরিবারের সঙ্গে হালকা মেজাজে সামাজিক ক্রিয়াকলাপে আনন্দদায়ক পরিবেশে সময় কাটবে। সপ্তাহের মাঝদিকে সঙ্গীর সঙ্গে হৃদস্পন্দন মেশাতে পারবেন। এটাই নিদর্শন আপনি প্রেমে পড়েছেন। প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আনবে, শুধু মাত্র এটই অনুভব করুন। সপ্তাহের শেষদিকে একটা পর্যায়ের পর নিজের ওপর চাপ দেবেন না। ঠিকভাবে বিশ্রাম নিন। ইচ্ছাশক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। এটাই উপলব্ধি করার প্রকৃত সময় যে দুশ্চিন্তা আপনার ইচ্ছাশক্তির প্রতিদ্বন্দ্বী হচ্ছে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে পরিচিত মানুষদের মাধ্যম্যে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন আর পছন্দের ক্রিয়াকলাপ প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। সপ্তাহের মাঝদিকে দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারও কাছ থেকে একটি ফোন কল পেতে পারেন। নতুন মক্কেলদের সাথে আপস আলোচনা করার জন্য সময়টি চমৎকার। সপ্তাহের শেষদিকে পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে হালকা ও আনন্দদায়ক মেজাজে রাখবে। কামদেব আপনাকে প্রেমের ঝরনা ধারায় রাখবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে কিছু সৃষ্টিশীল কাজে নিজেকে জড়িয়ে রাখুন। সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিত্বদের সাফল্যময় সময় যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি ও স্বীকৃতি অর্জন করবেন। সপ্তাহের মাঝদিকে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে আর অনেক টাকা পাবেন। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে। সপ্তাহের শেষদিকে ভাই বোনেরা প্রয়োজনের অধিক সহায়ক হবেন। পুরানো বন্ধুর সাথে দেখা করে সময়টা উজ্জ্বল করুন। প্রত্যেকে আপনার বন্ধু হতে চাইবে। আর আপনিও সেটা স্বীকার করে খুশি হবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে একাকিত্বের অনুভূতি আঁকড়ে ধরার চেষ্টা করতে পারেন। নিজেকে এর থেকে বের করে আনতে কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করতে যান। সপ্তাহের মাঝদিকে কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না। নতুন সুযোগের সন্ধান করুন। নিজের লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান। আর সাফল্যে পৌঁছানোর আগে উদ্দেশ্যগুলো প্রকাশ করবেন না। সপ্তাহের শেষদিকে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। পাওনা আদায়ে প্র্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসু হতে পারে। চিন্তা ভাবনা করে অগ্রসর হন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন।
আরও পড়ুন