জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
Published : 01 Jan 2024, 12:03 PM
রাশি অনুযায়ী এ বছররে প্রেম-ভালোবাসা-বিয়ের অবস্থা কেমন হতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্র-মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের প্রেম-ভালোবাসা-বিয়ে সম্পর্কে পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) এ বছর নতুন কোনো প্রেমের যোগাযোগ হতে পারে। এমনকি প্রেমে সফলতা লাভ করতে পারেন। হয়ত বিদেশি কারও প্রেমে এগিয়ে যেতে পারেন। দীর্ঘদিন ধরে যাদের বিয়েতে বাধা এসেছিল এই বছর তাদের বিয়ের যোগ প্রবল। আবেগ তাড়িত হয়ে প্রেম করলে ক্ষতিগ্রস্ত হবেন। তাই এই রাশির জাতক জাতিকা প্রেমের ব্যাপারে মহত্বের পরাকাষ্ঠা দেখাতে পারে। পক্ষান্তরে এই প্রেমই তাদেরকে অবক্ষয় ও ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যেতে পারে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) এ বছর একদিকে উপকারী প্রেমে পড়তে পারেন। আবার প্রেমে প্রতারিত হতে পারেন। তাই বুঝে শুনে প্রেমে অগ্রসর হওয়া উচিত। প্রেম, প্রণয়, রোমান্স নানান বিষয় মিশ্রফল ঘটবে। বছরের প্রথমাংশে ভালো গেলেও শেষ দিকটা নানান কারণে জটিল হয়ে উঠতে পারে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে পুরানো ঝামেলা বাড়বে। তবে সেটা কাটিয়ে ওঠা সম্ভব। জীবন সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল হন আর আস্থা রাখুন। ভাবাবেগের প্রশ্রয় দেবেন না। মেজাজ শান্ত রাখার চেষ্টা করুন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) এ বছর হঠাৎ জীবনে প্রেম আসতে পারে, যেটা কোনোদিন স্বপ্নেও ভাবেননি। প্রেমে নিমজ্জিত হয়ে বাস্তবতাকে ভুলে যেতে পারেন। অবশ্যেই স্বীয় স্বকীয়তাকে বজায় রেখে এগিয়ে চলুন। এ রাশির জাতক-জাতিকারা ভালোবাসার মূল্য পাবেন। কোনো ঠুনকো প্রেমের মধ্যে আপনারা জড়াতে চান-না। প্রেম জিনিসটা আপনাদের কাছে পবিত্র ও নির্মল। এরা বিপরীত লিঙ্গের প্রতি আসক্ত হলেও জীবন সঙ্গীকে ও পরিবারের সকলকে অকৃত্রিম ভালোবাসে। তাই এরা জীবন সঙ্গীর প্রতি কর্তব্যে অবহেলা করে না। এরা প্রেমে দায়িত্বহীন নয়। শুধু চায় এমন একটি সঙ্গী যে তার জীবনকে বৈচিত্র্য ও উত্তেজনাময় কামনায় ভরে তুলবে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) এ বছর প্রেমে শুভ অশুভ দুই ফলই রয়েছে। যতটা সম্ভব বুঝেশুনে এগুতে হবে। কোনো রকম খামখেয়ালী করা যাবে না। এ রাশির জাতক জাতিকাদের কাছে প্রেম যেন আলেয়ার খেলা। এক সময় আপনি যাদের ভালোবাসেন পরক্ষণেই সেই ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে পারেন। এ বছর অপ্রত্যাশিত বৈবাহিক যোগাযোগ ঘটতে পারে। তবে যাকে ভালোবাসেন তাকে বিয়ে নাও করতে পারেন। বিপরীত লিঙ্গ এ বিষয়ে মানসিক চাপ সৃষ্টি করতে পারে। অপর দিকে জীবন সঙ্গীর সাথে মনোমালিন্য দূর করতে কিছুটা সময় লাগবে। বছরের শেষ দিকে রোমান্স শুভ।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) এ বছর হঠাৎ কোনো প্রেমে পতিত হবেন না। যদি প্রেম করতে হয় তবে বিবেচনা করেই আগানো উচিত হবে। ঝোঁকের বসে কিছু করে ফেলবেন না। প্রেম যেন আপনাদের কাছে কচু পাতার পানি। সহজেই আসে আবার সহজেই ভেঙে যায়। খুব একটা স্থায়ী হয় না। দীর্ঘ দিনের দাম্পত্য কলহ বা বিচ্ছিন্নভাবে যারা বসবাস করছেন তারা এ বছরের শুরুতেই একটা সম্মানজনক সমাধানে আসতে পারেন। এ বিষয়ে তৃতীয় ব্যক্তির মধ্যস্থতা মেনে নেওয়া ভালো।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) এ বছর প্রেমে আপনি সফল। আত্মীয়-স্থানীয় কেউ এ বিষয়ে বিরোধিতা করতে পারে। তাই যোগাযোগে সাবধানে এগিয়ে যাবেন। প্রেমে অনেকেই এগিয়ে আসবে, মনে রাখবেন অধিকাংশই তাদের স্বার্থ সংশ্লিষ্ট কারণে আসতে পারে। আপনাদের প্রেম যেন পথে পথে ছড়িয়ে থাকে। বিস্ময়ের ব্যাপার এই যে আপনাদের ভালোবাসার গভীরতার সন্ধান সহজে কেউ পায় না। তবে প্রেম ও বিয়ের ব্যাপারে এরা রক্ষণশীল। আবেগ, অনুভূতি, স্নেহ, মমতা প্রকাশে এরা রুচিশীল ও বিনয়ী হয়ে থাকে। তাই রোমান্টিক আবেগ উল্লাস তাদের মধ্যে বিরল।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) এ বছর হঠাৎ কোনো প্রেমে পড়ে ভবিষ্যৎ জীবন সমৃদ্ধশালী করতে পারেন। তবে বেটে কালো কোনো বিপরীত লিঙ্গের সাথে প্রেম করতে সাবধানতা অবলম্বন করা উচিত। প্রেমের ক্ষেত্রে সত্যিই কোনো আশানুরূপ নয়। এই বিষয়ে প্রধান ভূমিকা রাখে আপনার লাজুকতা। ফলে প্রেম রোমান্স কোনোটা সুখকর নয়। এদের বিবাহিত জীবন সুখের হয়। এ রাশির জাতক জাতিকারা প্রচণ্ড বাস্তববাদী হন তবুও এ বছর হঠাৎ করে এমন আবেগপূর্ণ কাজ করে ফেলবেন যা কেউ আশা করে না। অল্প বয়সেই এ বছর বিয়ের যোগ রয়েছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) এ বছর শুভ অশুভ দুই রকমের ফলই প্রেমিক/ প্রেমিকার কাছ থেকে আশা করতে পারেন। যাই করুন না কেনো একটু বিচার বিবেচনা করে প্রেমে অগ্রসর হন। প্রেমে আপনারা সুখের আশা করবেন না। একাধিকবার প্রেম আসতে পারে। ছলনার আশ্রয় নিয়ে তারা স্বার্থ হাসিল করে আবার দূরে সরে যেতে পারে। তাই বিয়ের আগে কোনো রকম দৈহিক সম্পর্ক করবে না। বিয়ের পর স্বামী/ স্ত্রীর সঙ্গে আগের কোনো বন্ধুর সম্পর্কে গল্প করতে যাবেন না। এই বছর পারিবারিক জীবনে অনেকের সাথে অমিল হতে পারে। কোনো আত্মীয় বা বন্ধুর সূত্র ধরে আপনাকে সন্দেহ করতে পারে। তাই সাবধানে থাকবেন।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) এ বছর প্রেমিক/ প্রেমিকার কাছ থেকে অনেক দিনের মনের আশা বাস্তবে পরিণত হতে পারে। অতি লোভের ফলে প্রেমে প্রতারিত হওয়া অসম্ভব না। এদের জীবনে প্রেমটা খুব শুভ নয় বলে বিপরীত লিঙ্গের কাছ থেকে এরা আঘাত পেয়ে থাকে। কোনো অবস্থায় অল্প বয়সে বিয়ে করতে যাবেন না। প্রেম ও দাম্পত্য জীবন গড়ে উঠবে মেজাজের ভেতর দিয়ে। আপনাদের ইন্দ্রিয়ের তীব্রতা অতিরিক্ত। এ বছর এই রাশির জন্য প্রাতিষ্ঠানিক পালা বদলের বছর হতে পারে। আপনার এ বছর জীবন সঙ্গীর ভূমিকা অত্যাধিক। তার মতামত আপনার জীবনকে আরও সাফল্যমণ্ডিত করে তুলতে পারে। জীবনসঙ্গীর সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করুন।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) এ বছর উপকৃত ও অপকৃত- দুটোই প্রেমিক/ প্রেমিকার মাধ্যমে হতে পারেন। এমনকি প্রেমের মাধ্যমে মনোমালিন্য হওয়া অসম্ভব না। এ রাশির জাতক জাতিকার প্রেমে কামনা বাসনা পূর্ণ। তাই একই ধরনের বিপরীত লিঙ্গের সাথে তাদের সম্পর্ক গড়ে উঠতে পারে। এ বছর আপনার বিয়ের যোগ প্রবল। বিপরীত লিঙ্গ খুবই সুন্দর/ সুন্দরী ও মার্জিত হবে। অভিভাবকের অমতে প্রেম সংক্রান্ত বিয়েতে মামলা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। তবে এই রাশির জাতক/ জাতিকার সাথে বিয়ে হয়ে থাকলে ভালোই যাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) এ বছর দীর্ঘ সময়ের সম্পর্কের প্রেম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রেমিক/ প্রেমিকার সঙ্গে সতর্ক হয়ে চলুন। ঝোঁকের বশে কিছু বলবেন না বা করে ফেলবেন না। এ রাশির জাতক/ জাতিকার প্রেম খুবই বিচিত্র ধরনের। প্রেমের ক্ষেত্রে বারবার প্রতারিত হন। বিপরীত লিঙ্গ সহজেই এদের সাথে ধরা দেয় না। এ বছর বিয়ের যোগ প্রবল হওয়াতে অন্যন্ত উঁচু পরিবারে বিয়ে হতে পারে। এ রাশির জাতক/ জাতিকা গোপন অভিসারে যুক্ত হলে সুখবর হবে না; নিজেরাই আত্মগ্লানিতে প্রচণ্ড মাত্রায় ভুগবেন। কারণ এদের নৈতিকতাবোধ প্রবল।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) এ বছর পুরাতন প্রেমে আস্থা রাখতে পারেন। নতুন প্রেম হতে সাবধান। লোভের বশে যেন কোনো নতুন প্রেমে জড়িয়ে না পড়েন। বিপরীত লিঙ্গ অতি সহজেই আপনার প্রতি আকৃষ্ট হবে। আর আপনার নিবিড় স্পর্শ পাওয়ার জন্য সর্বদা ব্যাকুল হয়ে থাকবে। এ রাশির জাতক জাতিকারা অতি মাত্রায় আবেগ প্রবণ ও রোমান্টিক জীবনযাপনে অভ্যস্ত হবেন। কখনও দুঃখ যন্ত্রণার সঙ্গী হতে চান না। দুঃখ যন্ত্রণায় এরা নিজেকে গুটিয়ে নেয়। আবার সাহায্যের হাতও বাড়িয়ে দেবেন।
আরও পড়ুন