কোঁকড়া চুল নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় কয়েকটি সামগ্রী হাতের কাছে রাখা ভালো।
Published : 30 Mar 2021, 04:41 PM
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে তিনটি সামগ্রী সম্পর্কে জানানো হল যা কোঁকড়া চুল নিয়ন্ত্রণে সহায়ক।
পানির স্প্রে: কোঁকড়া চুল ভেজা অবস্থায় সবচেয়ে বেশি গোছানো ও সুন্দর লাগে। গোসল থেকে বের হওয়ার পরে চুল থেকে পানি পড়া অবস্থায় স্টাইলিং ক্রিম ও অন্যান্য চুলের প্রসাধনী ব্যবহার করুন। তাই চুল কেবল ভেজা থাকলে বা খুব বেশি আর্দ্র না থাকলে পানির স্প্রে ব্যবহার করে চুল ভিজিয়ে নিন এবং তারপরে প্রসাধনী ব্যবহার করতে পারেন।
ভেজা অবস্থায় জট ছাড়ানোর ব্রাশ: এই ধরনের চিরুনি কোঁকড়া চুলের জট ছাড়ানোর জন্য বিশেষ ভাবে তৈরি করা। ব্রাশগুলো হয় বেশ নরম। কোঁকড়া চুলের জট ছাড়াতে বা আঁচড়াতে ভেজা অবস্থাই ভালো। তাই এই ধরনের ব্রাশ এক্ষেত্রে বেশ কার্যকর।
মিহি তন্তুর তোয়ালে: বা ‘মাইক্রো ফাইবার’য়ের তোয়ালে কোমল আঁশ দিয়ে তৈরি। যা চুলে বাড়তি ঘষা বা চাপ না ফেলে চুল শুকাতে সাহায্য করে। এমন তোয়ালে চুলের ফাটা ও শুষ্কতার প্রবণতাও কমায়।
কোঁকড়া চুলের কোঁকড়াভাব নিয়ন্ত্রণে ও মসৃণতা ধরে রাখতে মিহি তন্তুর তোয়ালে বেছে নেওয়া উপকারী।
ছবির প্রতীকী মডেল: মীম মোরশেদ। ছবি: ঋত্বিকা আলী।
আরও পড়ুন