বাতাসে চুল শুকানোর সঠিক উপায়

মনে হতে পারে বাতাসে চুল শুকানো এ আর এমন কি! তবে সঠিক উপায়ে না শুকালে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2018, 09:11 AM
Updated : 6 March 2018, 09:11 AM

ব্লো ড্রায়ার ও তাপ প্রদানকারী যন্ত্রের ব্যবহার চুলের ক্ষতি করে। তাই প্রাকৃতিকভাবে চুল শুকানোই নিরাপদ।

সাজসজ্জাবিষয়ক ওয়েবসাইটে এই বিষয়ের উপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে প্রাকৃতিক উপায়ে ভেজা চুল ‍শুকানোর কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

* ভেজা চুল মুছতে সাধারণ তোয়ালের পরিবর্তে মিহি তন্তুর কাপড় ব্যবহার করুন। মিহি তন্তু সহজে চুলের পানি শুষে নেয় এবং চুল ওঠা এবং চুলের ফলিকল দুর্বল হওয়া রোধে সাহায্য করে। ভেজা চুল না ঘষা যাবে না। বরং চেপে চেপে মুছতে হবে। এতে চুলে কোঁকড়াভাব আসবে না। সবসময় চুল শুকানোর পরে পেঁচিয়ে বাঁধুন। এতে বাড়তি ঘনভাব আসবে।

* চুল অর্ধেক শুকিয়ে এলে জট ছাড়াতে চিকন দাঁতের চিরুনির পরিবর্তে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। তাছাড়া এটা চুলে পুনরায় জট বাঁধা ও আগা ফাটা দূর করতে সাহায্য করে।  

* চুল সম্পূর্ণ শুকানোর আগে তাতে ‘লিভ-ইন কন্ডিশনার’ ব্যবহার করুন। চুলের আগা থেকে গোড়ার দিকে এই কন্ডিশনার লাগান। এই ধরনের প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে দুয়েকটির মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন। এতে চুল ঘন লাগে ও রুক্ষভাব দূর হবে।    

* ঢেউ খেলানো চুল ঠিক রাখতে টেক্সটারাইজিং সল্ট স্প্রে করে চুলের আগার অংশ পেঁচিয়ে নিতে পারেন। চুলের ঢেউকে আরও তীক্ষ্ণ করতে ঝুঁটি, বেণি বা খোঁপা করে নিন।

* চুলে আর যাই করুন না কেনো, শুকানোর সময় খুব বেশি হাত লাগাবেন না। এতে চুল আরও বেশি কোঁকড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ছবির মডেল: বন্যা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।