ঢেউ খেলানো চুল পাওয়ার পন্থা
লাইফস্টাইলডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2020 09:50 PM BdST Updated: 05 Dec 2020 09:50 PM BdST
চাইলে মাঝেমধ্যে চুলে ঢেউ খেলানো ভাব আনা যায়।
রূপকথার রূপাঞ্জলের মতো ঢেউ খেলানো ঘন চুল সবারই পছন্দ। তবে জন্মগতভাবে সবাই সেরকম চুলের অধিকারী না হলেও কৃত্রিম পন্থায় চুলে ঢেউ খেলানোভাব আনা যায়।
সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সেই পন্থাই জানানো হল।
প্রথম পদ্ধতি
১. চুল ভালো মতো শ্যাম্পু করে তাতে আর্দ্রতা রক্ষাকারী কন্ডিশনার লাগান।
২. পরিষ্কার করার পরে চুলের গোড়ার ওপর থেকে নিচ পর্যন্ত সিরাম ব্যবহার করুন।
৩. হাল্কা ভেজা অবস্থায় চুল আঁচড়ে নিন। চুল ফাঁটা এড়াতে বিশেষভাবে তৈরি চিরুনি ব্যবহার করতে পারেন।
৪. চুল মাঝখান থেকে সমান দুই ভাগে ভাগ করে বেণি বেঁধে নিন।
৫. আধ ভেজা বেণি শুকানোর জন্য সমতল ‘আয়রন’ ব্যবহার করুন।
৬. স্ট্রেইটনারের কাজ শেষ হওয়ার পরে বেণির ওপরে স্প্রে করে নিন।
৭. এরপর বেণি খুলে আবার স্প্রে করে নিন। এতে চুলের ঢেউ খেলানোভাব স্থায়ী ও সুন্দর হবে।
দ্বিতীয় পদ্ধতি
১. চুল শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন।
২. চুলে সিরাম ব্যবহার করে চিরুনি দিয়ে জট ছাড়িয়ে নিন।
৩. মোটা ব্যারেলের ‘কার্লিং আয়রন’ দিয়ে চুল রোল করে নিন।
৪. এই অবস্থাতেই চুলের ওপর ‘হেয়ার স্প্রে’ ব্যবহার করুন।
৫. কোঁকড়া চুল আঁচড়ে আলাদা করে ঢেউ খেলানোভাব আনুন।
৬. চুলের আগায় আরও সিরাম অথবা স্টাইলিং ক্রিম দিয়ে এরপর হেয়ার স্প্রে ব্যবহার করে নিন।
ছবির মডেল: আশা। মেইকআপ: হেয়ারোবিক্স ব্রাইডাল। ছবি: ই স্টুডিও।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’