৩৪৪ রানে দিন শুরু করা ব্যাটসম্যান শেষ পর্যন্ত ৪০০ রানের ঠিকানায় যেতে পারলেন না, তবে বেশ কিছু রেকর্ড ঠিকই গড়লেন তিনি।
Published : 07 Apr 2025, 11:18 AM
দিনের প্রথম ওভারে বাউন্ডারি দিয়ে শুরু। দ্বিতীয় ওভারে স্কোর সাড়ে তিনশর সীমানায়। চারশ রানের লক্ষ্যের দিকে বেশ দ্রুতই ছুটছিলেন টম ব্যান্টন। কিন্তু একটি শটে হঠাৎ গড়বড়। থেমে গেল তার পথচলা। চারশ হলো না। তবে কীর্তিময় ইনিংসে বেশ কিছু রেকর্ডে ঠিকই সমৃদ্ধ হলেন ইংলিশ ব্যাটসম্যান।
সমারসেট কাউন্টি ক্লাবের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড আগের দিনই গড়েছিলেন ব্যান্টন। উস্টারশায়ারের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচটির তৃতীয় দিন সকালে রোববার তিনি আউট হন ৩৭১ রান করে।
৩৪৪ রানে দিন শুরু করা ব্যাটসম্যান চতুর্থ বলে অ্যাডাম ফিঞ্চকে পুল করে চার মেরে নতুন দিনে ছুটতে শুরু করেন। টম হিনলির বলে সিঙ্গল নিয়ে ৩৫০ রানে পা রাখেন তিনি ৩৯২ বল খেলে। এই মাইলফলক ছোঁয়া সমারসেটের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান তিনি।
এমনিতেই তিনি আগ্রাসী ব্যাটসম্যান। দ্রুত চারশতে পৌঁছে ইনিংস ঘোষণার তাড়াও ছিল। তাই শট খেলতে থাকেন তিনি। বাঁহাতি স্পিনার টম হিনলিকে রিভার্স সুইপে চার মারার পর ছক্কা মারেন হাঁটু গেড়ে। তবে হিনলির পরের ওভারেই কাট করার চেষ্টায় কিপারের গ্লাভসে বন্দি হয়ে শেষ হয় তার ইনিংস।
৫৬ চার ও ২ ছক্কায় ৪০৩ বলে ৩৭১। স্ট্রাইক রেট ৯২.০৫!
মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষের প্রতিটি ক্রিকেটার ছুটে এসে অভিনন্দন জানান তাকে।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ব্যান্টনের এই ইনিংসের চেয়ে বড় ইনিংস আছে আর কেবল চারটি। ব্রায়ান লারার সেই ৫০১ রানের বিখ্যাত ইনিংস তো আছেই। এরপর আছে আর্চি ম্যাকলারেনের ৪২৪, স্যাম নর্থইস্টের অপরাজিত ৪১০ ও গ্রায়েম হিকের ৪০৫।
অনেক ইতিহাসের স্বাক্ষী মাঠ এই টন্টনে এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর। তার ওপরে আছে ম্যাকলারেন ও হিকের ইনিংস দুটি।
সমারসেটের হয়ে জাস্টিন ল্যাঙ্গারের ৩৪২ রানের রেকর্ড তো আগেই পেছনে ফেলেছেন ব্যান্টন।
প্রথম শ্রেণির ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসের ব্যান্টনের এই ইনিংসের চেয়ে বড় ইনিংস আছে আর ২০টি।
টন্টনে ম্যাচের ১৫৪ রানে শেষ হয় উস্টারশায়ারের ইনিংস। ব্যাটিংয়ে নেমে সমারসেট ৩৯ রানের মধ্যে হারায় তিন উইকেট। সেই বিপর্যয়ের মধ্যেই ক্রিজে গিয়ে ইতিহাস গড়া ইনিংস উপহার দেন ব্যান্টন।
প্রথম দিন শেষ করেন তিনি ৮৪ রানে অপরাজিত থেকে। দ্বিতীয় দিনে শনিবার দিনজুড়ে দাপট দেখিয়ে যোগ করেন আরও ২৬০ রান। অবশেষে রোববার দিনের ষষ্ঠ ওভারে থামে তার ইনিংস।
এই ইনিংসের পথে পঞ্চম উইকেটে জেমস রুকে নিয়ে তিনি যোগ করেন ৩৭১ রান। সমারসেটের ইতিহাসের সেরা পঞ্চম জুটির রেকর্ড এটি।
ব্যান্টনের পরিচয় এত দিন ছিল মূলত সীমিত ওভারের স্পেশালিস্ট হিসেবে। ইংল্যান্ডের হয়ে সাতটি ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলেছেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। ২০ ওভারের ক্রিকেটে তার সেঞ্চুরি চারটি। এই ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেঞ্চুরি ছিল কেবল তিনটি, সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৩৩ রানের। সেই তিনি ছাড়িয়ে গেলেন সমারসেটের ইতিহাসের সবাইকে।
ব্যান্টন বিদায় নিতেই ৭ উইকেটে ৬৭০ রানে ইনিংস ঘোষণা করে সমারসেট। উস্টারশায়ার দিন শেষ করে ৫ উইকেটে ২৮০ রান নিয়ে। ইনিংস পরাজয় এড়াতে তাদের প্রয়োজন আরও ২৩৬ রান। শেষ দিনে জয়ের জন্য সমারসেটের প্রয়োজন ৫ উইকেট।