“বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন বেরিয়ে এসে বোমাবাজদের ঘেরাও করে পিটুনি দেয়।”
Published : 10 Apr 2025, 01:16 AM
ঢাকার কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় জনতার পিটুনিতে দুইজন নিহত এবং আরো কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
ওসি বলেন, মাস দুয়েক আগে লালবাগ শহীদনগর এলাকার ‘পিচ্চি মনির’ গ্রুপের কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছিলেন স্থানীয় এক ব্যবসায়ী। ওই মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে।
“সম্প্রতি মামলায় একজন জামিন পান। আসামিপক্ষের লোকজন বুধবার রাত ১০টার পর তিন-চারটি মোটরসাইকেলে সিলেটি বাজার এলাকায় এসে ওই ব্যবসায়ীকে হুমকি দেয়, চাঁদা দাবি করে। এ সময় স্থানীয় লোকজন তাদের বাধা দিলে দুর্বৃত্তরা ককটেল চার্জ করে।”
ওসি বলেন, “বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন বেরিয়ে এসে বোমাবাজদের ঘেরাও করে পিটুনি দেয়। এ সময় খবর পেয়ে পুলিশ সেখানে তাদের উদ্ধার করতে গেলে লোকজন পুলিশের ওপরও চড়াও হয়।”
তিনি জানান, হামলাকারীরা সাতটি ককটেল ছোঁড়ে। তার মধ্যে তিনটি বিস্ফোরিত হয়। বাকি চারটি আবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
কামরাঙ্গীচর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, যে দুজন মারা গেছেন, তাদের নাম নাদিম ও মাসুদ। দুজনেরই বয়স ৩০ এর ঘরে।
তিনি বলেন, “মাসুদ ঘটনাস্থলেই মারা যায়। আরও কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অন্যজন মারা গেছে।”
লালবাগ শহিদ নগর এলাকার সুলতান মিয়ার ছেলে নাদিমের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। মাসুদের লাশ রয়েছে ঘটনাস্থলে।