কিছুদিন আগে ১০ ছক্কায় ৪৩ বলে ১০২ রানের ইনিংস খেলা ভারতীয় ব্যাটসম্যান এবার ৯ ছক্কায় ৩৯ বলে সেঞ্চুরি করে তোলপাড় ফেলে দিয়েছেন রেকর্ড বইয়ে।
Published : 09 Apr 2025, 10:15 AM
১২ ওভার শেষে প্রিয়ান্শ আরিয়ার রান ছিল ৩৫ বলে ৮০। পরের ওভারে মাথিশা পাথিরানাকে তুলাধুনা করে তিনি সেঞ্চুরিতে পৌঁছে গেলেন চার বলের মধ্যেই। টানা তিন বলে ছক্কার পর একটি চার! পরের ওভারেই অবশ্য তিনি আউট হয়ে গেলেন ৪২ বলে ১০৩ রানের ইনিংস খেলে। তবে ২৪ বছর বয়সী ব্যাটসম্যানের নাম ততক্ষণে খোদাই হয়ে গেছে আইপিএলের নানা রেকর্ডে।
আইপিএল বুধবার পাঞ্জাব কিংসের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৭ চার ও ৯ ছক্কায় দুর্দান্ত ইনিংসটি খেলে তোলপাড় ফেলে দেন আরিয়া। বাঁহাতি ওপেনার নাড়া দিয়েছেন রেকর্ড বইয়েও।
একাই একশ
পাঞ্জাবের প্রথম ছয় ব্যাটসম্যানের অন্য কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি, সেখানে আরিয়া করেছেন সেঞ্চুরি। আইপিএলে এমন কিছুর নজির আর নেই।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটেই আর স্রেফ দুজন ব্যাটসম্যান খেলতে পেরেছেন এমন ইনিংস। ২০২২ সালে নিউ জিল্যান্ডের সুপার স্ম্যাশে ওয়েলিংটনের হয়ে তিনে নেমে ১১টি করে ছক্কা ও চারে ৬৫ বলে অপরাজিত ১৪১ রানের্ ইনিংস খেলেছিলেন মাইকেল ব্রেসওয়েল। অন্য পাঁচ ব্যাটসম্যানের কেউ পাঁচ রানের বেশি করতে পারেননি। সেদিন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ২২৭ রান তাড়ায় ৪৩ রানে ৫ উইকেট পড়ার পরও অবিশ্বাস্য এক জয় পেয়েছিল ব্রেসওয়েলের দল।
এমন ইনিংস খেলা আরেক ব্যাটসম্যানের নামটি ক্রিকেটবিশ্বের মূল স্রোতে অচেনা। তবে তার কীর্তিটি আরও বড়। ২০২১ সালে অস্ট্রিয়া বিপক্ষে বেলজিয়ামের প্রথম সাত ব্যাটসম্যানের কেউ চার রানের বেশি করতে পারেননি। সাবের জাখিল আট নম্বরে নেমে করেন ৪৭ বলে অপরাজিত ১০০! তিনি ক্রিজে যাওয়ার পর আরেক উইকেট হারিয়ে বেলজিয়ামের রান হয়ে যায় ষষ্ঠ ওভারে ৮ উইকেটে ১৪। সেখান থেকে সাকলাইন আলিকে নিয়ে অবিচ্ছিন্ন জুটিতে দলকে ২০ ওভারে ১৪৬ রান এনে দেন জাখিল। পরে ম্যাচও জিতে নেন তারা।
পাঠানের পরই
আরিয়ার ৩৯ বলের সেঞ্চুরি আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম।
২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন ইউসুফ পাঠান।
পাঞ্জাবের হয়েও এর চেয়ে কম বলে সেঞ্চুরি আছে কেবল একটি। ২০১৩ সালে ৩৮ বলে শতরান ছুঁয়েছিলেন ডেভিড মিলার।
হেডের পাশে
ভারতীয় ও বিদেশি মিলিয়ে আইপিএলে চতুর্থ দ্রুততম শতরান এটি। ৩০ বলে সেঞ্চুরির রেকর্ড ক্রিস গেইলের। এরপর আছে পাঠানের ৩৭ বল আর মিলারের ৩৮ বলের সেঞ্চুরি।
৩৯ বলে সেঞ্চুরি আরিয়া ছাড়া আছে ট্রাভিস হেডেরও।
পেসারদের যম
চেন্নাইয়ের পেসারদের ২০ বল খেলে আরিয়া করেছেন ৬২ রান। স্ট্রাইক রেট ৩১০!
আইপিএলে পেসারদের অন্তত ২০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে ভালো স্ট্রাইক রেট আছে কেবল আর দুই ব্যাটসম্যানের- ২০১৪ সালে পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের সুরেশ রায়নার ৩৪৮ ও গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের জেইক-ফ্রেজার ম্যাকগার্কের ৩৪২.৮৫।
অবিশ্বাস্য লড়াই
৮৩ রানে ৫ উইকেট হারানোর পরও শেষ পর্যন্ত ২১৯ রান তুলেছেন পাঞ্জাব। পঞ্চম উইকেটের পতনের পর যোগ হয়েছে আরও ১৩৬ রান।
আইপিএলে আগে ব্যাট করা কোনো দলের পাঁচ উইকেট পড়ার পর সবচেয়ে বেশি রান তোলার কীর্তি এটি।
আগে বা পরে ব্যাট করা মিলিয়ে পঞ্চম উইকেট পতনের পর আইপিএলে এর চেয়ে বেশি রান হয়েছে আর তিনটি ম্যাচে।