আইপিএল
‘গেজ টেস্টে’ ব্যর্থ কলকাতা নাইট রাইডার্সের এই দুই ক্রিকেটারের ব্যাট।
Published : 16 Apr 2025, 07:07 PM
আইপিএলে নির্ধারিত মাপের ব্যাট ব্যবহার না করে আলোচনার জন্ম দিয়েছেন সুনিল নারাইন ও আনরিখ নরকিয়া। ‘গেজ টেস্টে’ ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্সের এই দুই ক্রিকেটারের ব্যাট।
মুল্লানপুরায় মঙ্গলবার ঘটে এই কাণ্ড। পাঞ্জাব কিংসের বিপক্ষে রান তাড়ায় নামার আগে এদিন মাঠের বাইরে কলকাতার কয়েকজন ব্যাটসম্যানের ব্যাটের সাইজ মাপেন রিজার্ভ আম্পায়ার সাইয়েদ খালিদ।
কলকাতার ওপেনার নারাইনের ব্যাট নির্ধারিত মানদণ্ড পার করতে পারেনি। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের ব্যাটের পুরুত্ব ঠিক ছিল না। নারাইনকে তখন আম্পায়ার খালিদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তার পাশেই দাঁড়ানো আঙ্কৃশ রাঘুভানশির ব্যাটের মাপে কোনো খুঁত ধরা পড়েনি।
পাঞ্জাবকে ১১১ রানে আটকে দেওয়ার পথে এদিন বল হাতে আলো ছড়ান নারাইন। ৩ ওভারে ১৪ রান দিয়ে ধরেন ২ শিকার। কিন্তু রান তাড়ায় ইনিংস শুরু করতে নেমে কিছুই করতে পারেননি তিনি। ৪ বলে ৫ রান করে বিদায় নেন।
অল্প রানের পুঁজি নিয়েও ১৬ রানের অভাবনীয় এক জয় পায় পাঞ্জাব। প্রতিপক্ষকে ৯৫ রানে গুটিয়ে দেয় তারা। শিরোপাধারী কলকাতার হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন রাঘুভানশি।
২ উইকেটে ৬২ রান থেকে হুট করে ব্যাটিং ধসে পড়ে কলকাতা। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে যান নরকিয়া। তখন মাঠেই তার ব্যাটের সাইজ মাপেন অনফিল্ড আম্পায়ার মোহিত কৃষ্ণাদাস ও সাইধারশান কুমার।
ঘটনাটি ঘটে কলকাতার ইনিংসের ষোড়শ ওভার শুরুর আগে। তখন কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। রহমানউল্লাহ গুরবাজ কয়েকটি ব্যাট নিয়ে এলে, সেখান থেকে একটি নেন নরকিয়া। এবার দক্ষিণ আফ্রিকান এই পেসারের ব্যাট ‘গেজ টেস্টের’ সীমা পেরিয়ে যায়।
যদিও বদল করা ব্যাট কাজেই লাগাতে পারেননি নরকিয়া। ষোড়শ ওভারের প্রথম বলে আন্দ্রে রাসেলকে বোল্ড করে পাঞ্জাবের জয় নিশ্চিত করে দেন মার্কো ইয়ানসেন।
আগে ব্যাটের সাইজ পরীক্ষা করা হতো ড্রেসিং রুমে। কিন্তু গত রোববার রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে মাঠেই সেটা করেন অনফিল্ড আম্পায়াররা।
নিয়ম অনুযায়ী, ব্যাটের সামনের অংশ চওড়ায় ১০.৭৯ সেন্টিমিটারের বেশি হতে পারবে না। আর পুরুত্ব হতে হবে সর্বোচ্চ ৬.৭ সেন্টিমিটার। ব্যাটের প্রান্তের প্রস্থ ৪ সেন্টিমিটারের বেশি হওয়া যাবে না। আর দৈর্ঘ্য সর্বোচ্চ ৯৬.৪ সেন্টিমিটার।