ইনিংসের শেষ ওভারে চারটি ওয়াইড ও একটি ‘নো’ বল করেন এই পেসার।
Published : 16 Apr 2025, 10:47 PM
নিজের প্রথম তিন ওভারে দুর্দান্ত বোলিং করা সান্দিপ শার্মা চতুর্থ ওভারে হারিয়ে ফেললেন ছন্দ। এলোমেলো বোলিংয়ে এই পেসার নাম লেখালেন রেকর্ড বইয়ে, স্বাভাবিকভাবে রেকর্ডটি অনাকাঙ্ক্ষিত।
আইপিএলে দীর্ঘতম ওভারের রেকর্ড স্পর্শ করেছেন সান্দিপ। বুধবার রাজস্থান রয়্যালসের হয়ে দিল্লি ক্যাপিটালসের ইনিংসের শেষ ওভারে তিনি বল করেছেন ১১টি।
এই রেকর্ডে তার সঙ্গী আরও তিন জন। ২০২৩ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মোহাম্মদ সিরাজ, একই বছর লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তুষার দেশপান্ডে ও চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শার্দুল ঠাকুর এক ওভার শেষ করতে বল করেন ১১টি।
দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে এদিন বোলিংয়ে শুরুটা দারুণ করেন সান্দিপ। তার প্রথম বলে রান আউট হয়ে ফেরেন আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা কারুন নায়ার। পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করে মাত্র ৭ রান দেন ৩১ বছর বয়সী ভারতীয় পেসার।
আবার বোলিং পান তিনি ইনিংসের অষ্টাদশ ওভারে। এবারও আঁটসাঁট বোলিংয়ে দেন কেবল ৭ রান।
তার বোলিং ফিগার তখন ৩-০-১৪-০। নেই কোনো বাউন্ডারি।
কিন্তু শেষ ওভারে খেই হারিয়ে ফেলেন তিনি। শুরুতেই দেন একটি ওয়াইড। বৈধ প্রথম বলে পরাস্ত হন ব্যাটসম্যান আশুতোষ শার্মা। এরপর টানা তিনটি ওয়াইড। পরের ডেলিভারিতে সান্দিপ ‘ওভারস্টেপ’ করায় হয় ‘নো’ বল, সঙ্গে এক রান নেন আশুতোষ। পরের দুই বলে চার ও ছক্কা মারেন ট্রিস্টান স্টাবস।
শেষ তিন বলে অবশ্য তিন রানের বেশি দেননি সান্দিপ। শেষ বলে উইকেটও পেতে পারতেন তিনি, কিন্তু সহজ ক্যাচ ফেলেন মাহিশ থিকশানা।
১১ বলের ওই ওভারে রান আসে ১৯।
চার ওভারে মোট ৩৩ রান দিয়ে কোনো উইকেট পাননি সান্দিপ।
২০ ওভারে ৫ উইকেটে ১৮৮ রানের পুঁজি গড়ে দিল্লি।