মাথার ত্বকে আঠালো ও চুলের চিটচিটে ভাব দূর করার রয়েছে উপায়।
Published : 12 Jul 2020, 04:34 PM
বর্ষাকালে পরিবেশ যেমন থাকে আর্দ্র তেমনি গরমও থাকে। ফলে ঘাম ও ধুলাময়লা জমে চুলের বাজে বারোটা।
এই ধরনের বিভিন্ন সমস্যা সমাধানে রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ভিত্তিক কেশ প্রসাধনী তৈরির প্রতিষ্ঠান ‘জন পল মিশেল সিস্টেম’য়ের ভারতীয় শাখার প্রশিক্ষক চাদনি কামদারের দেওয়া পরামর্শগুলো এখানে দেওয়া হল।
খুশকি
মাথার শুষ্ক ত্বকে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে খুশকির প্রকোপ কমানো যায়।
- একটা পাত্রে একটা লেবু রস করে নিন।
- এতে ৪/৫ টেবিল-চামচ নারিকেল তেল যোগ করুন।
- এক চা চামচ কর্পুর-গুঁড়া করে এই মাস্কে যোগ করুন।
- মাস্কটি মাথার ত্বকে মেখে গোলাকারভাবে মালিশ করুন।
- একটা গরম তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন।
- এরপর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
এই মাস্ক চুলের গভীর থেকে আর্দ্র রাখে এবং মাথার ত্বকের শুষ্কতা দূর হয়।
দুর্বল চুল
শুষ্ক, নির্জীব ও অমসৃণ চুল হয় দুর্বল।
- একটা পাত্রে পাকা কলা চটকে নিন।
- এতে এক চা-চামচ মধু ও কয়েক ফোঁটা টি ট্রি তেল যোগ করুন।
- মাস্ক তৈরি করে তা মাথার ত্বকে ব্যবহার করুন।
- ২০ মিনিট অপেক্ষা করে মৃদু শ্যাম্পু দিয়ে দিয়ে চুল ধুয়ে ফেলুন।
এই প্যাক চুল মসৃণ করে এবং ভেতর থেকে আর্দ্রতা রক্ষা করে চকচকেভাব আনে।
তৈলাক্ত মাথার ত্বক
ঘাম ও আর্দ্রতার কারণে মাথার ত্বক চিটচিটে হয়ে যায়। ফলে দেখা দেয় চুলের নানারকম সমস্যা।
- একটা পাত্রে দুই টেবিল-চামচ বেইকিং সোডা নিন।
- এতে চার টেবিল-চামচ পানি ও চার থেকে ছয় ফোঁটা টি ট্রি তেল যোগ করে মেশান।
- মিশ্রণটি মাথায় ব্যবহার করে ১৫ মিনিট অপেক্ষা করুন।
- এরপর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
টি ট্রি তেলে আছে ত্বক ঠাণ্ডা রাখার উপাদান যা জ্বলুনি কমায় ও চুলের স্বাস্থ্য ভালো রাখে। বেইকিং সোডার অ্যাসিডিক গুণ মাথার ত্বকের বাড়তি তেল শুষে নেয় ও চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
চুলের বৃদ্ধিতে
লকডাউনে ঘরে বসে সুন্দর ও লম্বা চুল পেতে কামদার নারিকেল তেল ও দারুচিনির তৈরি প্যাক ব্যবহারের পরামর্শ দেন।
- সমপরিমাণ নারিকেল তেল ও দারুচিনি নিয়ে একসঙ্গে মিশান।
- মিশ্রণটি মাথার ত্বক ও চুলে মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন।
- সাধারণ শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল পরিষ্কার করে নিন।
চুলের বৃদ্ধিতে এই দুই উপাদান খুব ভালো কাজ করে। এতে চুল হয় মসৃণ ও শক্তিশালী।
আরও পড়ুন