হলিউডি এই সিনেমা আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে শুক্রবার।
Published : 01 May 2024, 04:15 PM
আশির দশকে যুক্তরাষ্ট্রের অ্যাকশন-অ্যাডভেঞ্চারভিত্তিক টিভি সিরিজ ‘দ্য ফল গাই’ আসছে বড় পর্দায়।
সিরিজের নামেই সিনেমার নাম রাখা হয়েছে। হলিউডের নির্মাতা ডেভিড লিচ পরিচালিত সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে শুক্রবার। তবে সিনেমাটি এর আগেই দেখতে পাবেন বাংলাদেশের দর্শক।
বুধবার থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে ‘দ্য ফল গাই’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
‘দ্য ফল গাই’র গল্পে দেখা যাবে, হলিউডের স্টান্ট পারফর্মার কোল্ট সিভার্স, যিনি বিখ্যাত অ্যাকশন তারকা টম রাইডারের স্টান্টম্যান হিসাবে কাজ করেন। একটি সিনেমায় কাজের সময় গুরুতর আহত হন সিভার্স। সেজন্য নিজেকে দোষারোপ করে সিনেমার কাজ ছেড়ে দেন। সিভার্সের সঙ্গে কাজ ছেড়ে দেন তার প্রেমিকা জোডি মোরেনো। জোডি ওই সিনেমার ক্যামেরা অপারেটর হিসেবে কাজ করছিলেন।
সিনেমার কাজ ছেড়ে দেওয়ার পর একটি রেস্তোরাঁয় কাজ নেন সিভার্স। এরপর নায়ক টম রাইডার হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ায় বিপদে পড়ে সিনেমা টিম। প্রযোজক গেইল মেয়ার তখন সিভার্সকে দায়িত্ব দেন রাইডারকে খুঁজে বের করার। এভাবেই রাইডার অন্তর্ধান রহস্য এগিয়ে যায়।
সিনেমায় নির্মাতা চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। ‘বার্বি’ তারকা রায়ান গসলিং স্টান্টম্যান সিভার্সের চরিত্রে অভিনয় করছেন। এমিলি ব্লান্ট ও রায়ান গসলিং দুজনে মিলে সিনেমার নায়ককে খুঁজে বের করার কাজে নামবেন।
আরও অভিনয় করেছেন হ্যানা ওয়াডিংহাম, অ্যারন টেলর-জনসন, স্টেফানি সু এবং উইনস্টন ডিউক।
এদিকে সিনেমাটি মুক্তির আগেই অন্যরকম এক রেকর্ড গড়েছে ‘দ্য ফল গাই’। একটি দৃশ্যে সর্বাধিক ক্যানন রোলের (শূন্যে গাড়িকে চক্কর দেওয়ানো) রেকর্ড করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে গসলিং ও ব্লান্টের এই সিনেমা।
স্টার সিনেপ্লেক্স জানিয়েছে ঢাকা ও ঢাকার বাইরের ৭টি মাল্টিপ্লেক্সেই চলবে সিনেমাটি।