গরম থেকে বাঁচতে যেভাবে চুল বাঁধবেন

মুখে বা ঘাড়ে ঘামে লেপটে থাকা চুল বিরক্তিকর। তাই লম্বা চুল বেঁধে রাখুন সুন্দর করে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2018, 07:39 AM
Updated : 11 May 2018, 07:39 AM

সাজসজ্জাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে গরমে চুল বাঁধার কয়েকটি কার্যকর পন্থা এখানে দেওয়া হল।  

অর্ধেক উপরে ও অর্ধেক নিচে: যদি পুরো চুল বাঁধতে না চান তাহলে সামনের থেকে অর্ধেক চুল নিয়ে উঁচু করে ঝুঁটি বা খোঁপা করুন। এভাবে চুল বাঁধতেও পারবেন আবার স্টাইলিশও থাকতে পারবেন।    

উঁচু খোঁপা: চুল যদি একদিনেই তৈলাক্ত হয়ে যায় তাহলে এই পন্থা বেশ উপযোগী। চুল ভালোভাবে আঁচড়ে উঁচু করে খোঁপা করুন। এতে ঘাড়ে বাতাস লাগবে। যাদের চুল তৈলাক্ত তারা এভাবে বাঁধলে চেহারায় একটা মসৃণভাব আসে।

পাশ বেণি: চুল যদি পাতলা হয়, তাহলে এভাবে চুল বেঁধে ঘনভাব আনতে পারেন। দুপাশ থেকে চুল নিয়ে বেণি করে চুলে আরও বেশি ঘনভাব আনা যায়।   

​​ঘন পনিটেইল: সাধারণ পনিটেইল বাঁধাতে চুলে আনতে পারেন ঘনভাব। চুলের গোড়ায় ফোলাভাব আনতে ‘রুট লিফ্টার স্প্রে’ ব্যবহার করে তারপর ঝুঁটি করুন। এই স্টাইল বড় এমনকি পাতলা চুলের জন্যও উপযুক্ত।

কৃত্রিম বব: বব পছন্দ অথচ চুল কাটতে সাহস পাচ্ছেন না। তাহলে কৃত্রিম বব স্টাইল করে দেখতে পারেন। এর জন্য চুলের নিচের অংশে একটা ঝুঁটি করে নিন। এরপর তা চুলের ভেতরে ঢুকিয়ে ববি পিন দিয়ে আটকে নিন। এলোমেলোভাব দেখাতে কয়েকটা চুল বের করে রাখতে পারেন।

ছবির মডেল: সারাহ ফারহানা। ছবি: ই স্টুডিও।

আরও পড়ুন