বায়ার্ন মিউনিখ কোচের বিশ্বাস, সাহসী ও নিখুঁত ফুটবল খেললে সান্তিয়াগো বের্নাবেউয়ে জেতা সম্ভব।
Published : 01 May 2024, 04:26 PM
ঘরের মাঠে রেয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে কঠিন দলগুলোর একটি। সেই সান্তিয়াগো বের্নাবেউয়েই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার শেষ লড়াইয়ে নামবে বায়ার্ন মিউনিখ। কঠিন এই চ্যালেঞ্জের জন্য খেলোয়াড়দের নিজেদের ওপর আস্থা রাখতে বললেন জার্মান ক্লাবটির কোচ। তার বিশ্বাস, সাহসী ও নিখুঁত ফুটবল খেলতে পারলে রেয়ালের মাঠে অবশ্যই জেতা সম্ভব।
চেনা আঙিনায় মঙ্গলবার রাতে দারুণ এক জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বায়ার্ন। শুরুতে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে অল্প সময়ে দুই গোল করে এগিয়ে যায় তারা। কিন্তু ম্যাচের শেষ দিকে পাল্টা ঘুরে দাঁড়ানোর গল্প লেখে রেয়াল, গত কয়েক মৌসুম ধরে যেটা তারা প্রায়ই করে আসছে।
শেষ পর্যন্ত আলিয়াঞ্জ অ্যারেনায় সেমি-ফাইনালের প্রথম লেগ ২-২ ড্র হয়। শুরু থেকে বায়ার্নের আধিপত্যের মাঝেই টনি ক্রুসের জাদুকরি পাসে ভিনিসিউস জুনিয়রের গোলে এগিয়ে যায় রেয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে চার মিনিটের মধ্যে লেরয় সানের চমৎকার গোল ও হ্যারি কেইনের সফল স্পট কিকে লাগাম নেয় বায়ার্ন। অনেকটা সময় ব্যবধান ধরে রাখলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি স্বাগতিকরা। পেনাল্টি থেকে গোল করে সমতা টানেন ভিনিসিউস।
প্রতিপক্ষে মাঠ থেকে ড্র নিয়ে ফেরা রেয়াল বের্নাবেউয়ে হতে পারে আরও ভয়ঙ্কর। অনেকের চোখেই, ফিরতি লেগে ফেভারিট থাকবে রেয়াল। তবে এসব নিয়ে মোটেও ভাবছেন না টুখেল। তার মতে, এখনও সমান সুযোগ রয়েছে দুই দলের।
“আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ। অবশ্যই মাদ্রিদে জেতা সম্ভব। এখনও এটা ৫০-৫০ ম্যাচ এবং আমি মনে করি সেখানে দারুণ সুযোগ তৈরি করতে পারব। লক্ষ্য পরিষ্কার, আমাদের জিততে হবে। আমাদের সাহসী হতে হবে, আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকতে হবে এবং নিজেদের খেলায় খুব নিখুঁত হতে হবে।”
ঘরের মাঠে রেয়ালের বিপক্ষে জিততে না পারার হতাশায় সময় ব্যয় করতে নারাজ টুখেল। অনেক সুযোগ নষ্ট করার আক্ষেপ আছে, তবে প্রতিপক্ষের প্রশংসা করতেও কার্পন্য করলেন না তিনি। বললেন, শেষ মুহূর্তে এভাবে ঘুরে দাঁড়ানোকে অভ্যাসে পরিণত করেছে ইউরোপের সফলতম ক্লাবটি।
“ম্যাচের ফল তো হয়েই গেছে, এটা নিয়ে খুব বেশি সময় ব্যয় করার কোনো মানে নেই। রেয়াল মাদ্রিদ এর আগেও এমনটা করেছে, দুটি সুযোগ পেয়ে দুটিতেই গোল করেছে। কেবল আমাদের বিপক্ষেই তারা এমন কিছু করেনি। মাঠে তারা দারুণ কার্যকর এবং গোলের জন্য অপেক্ষা করার ধৈর্য রাখে। রেয়াল মাদ্রিদ অনেক দলের বিপক্ষে এমন কিছু খেলে, তাই আমাদের বেশি সময় হতাশ হওয়া উচিত নয়।”
“আমরা তৃতীয় গোল করতে পারতাম, কিন্তু (গোলমুখে) যথেষ্ট নিখুঁতভাবে কার্যকর ছিলাম না। তৃতীয় গোল করার যথেষ্ট সুযোগ পেয়েছিলাম আমরা এবং কিছু ভুল করি। এখন সবকিছু পরিষ্কার, আমরা সেখানে যাব, লড়াই করব এবং বিজয়ী (ফাইনালে) যাবে।”
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে রেয়ালের মুখোমুখি হবে বায়ার্ন।