শুধু নারীদের নয়, শিশু ও পুরুষদের পোশাক নিয়েও কাজ করছে মারলোটেক্স।
Published : 12 Nov 2023, 08:24 PM
কোনো কোনো অফিসের নিয়ম অনুযায়ী পুরুষদের জন্য সুট প্যান্ট টাই, আর নারীরা শাড়ি বা সালোয়ার কামিজ- এসব পোশাক ছাড়া কর্মক্ষেত্রে আলাদা করে কোনো পোশাক বাজারে পাওয়া যায় না।
পেশা জীবনে পদার্পন করে সেই অনুভূতি জেগে উঠলো সানিয়া আফরিনের মনে।
ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষে কর্মজীবন শুরু করেন অধ্যাপনা দিয়ে। আর তখনই উপলব্ধি করলেন, কাজের মাঝে আরামদায়ক পোশাকের বড্ড অভাব। বিশেষ করে নারীদের। অভাববোধটা নিজের মধ্যেও জেগে উঠলো।
আর তাই প্রকৌশল বিষয়ে জ্ঞানার্জন করেও হয়ে গেলেন উদ্যোক্তা। কর্মক্ষেত্রে নারীদের আরামদায়ক ও রুচিশীল পোশাকের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলেন মারলো নিয়ে।
কালক্রমে মারলো এখন মারলোটেক্স। অনলাইনের বেড়াজ্বাল ডিঙিয়ে রাজধানীর মিরপুর ডিওএইচএস’য়ের পাশাপাশি ধানমণ্ডিতে বিক্রয়কেন্দ্রের যাত্রা শুরু করেছে।
আফরিন বলেন, “আমাদের সংস্কৃতি অনুযায়ী কর্মক্ষেত্রে নারীরা যেসব পোশাক পরেন সেগুলো বেশিরভাগই আরামদায়ক নয়। এই দিকটা চিন্তা করেই আমরা কর্মজীবী নারীদের জন্য তৈরি করছি সুতি কাপড়ের নানান ধরনের কুর্তি। যেগুলো একই সঙ্গে ফ্যাশনেবল, রুচিশীল ও সব ঋতুতে পরার মতো আরামদায়ক।”
এই উদ্যোক্তা মনে করেন, কর্মক্ষেত্রে পোশাক নির্বাচনের ক্ষেত্রে নারীরা সহজে পরতে পারেন এমন পোশাক চান। যে কারণে কুর্তির মতো জামা বেছে নেওয়া হয়েছে। ছাপা নকশার কাপড়ের তৈরি এসব পোশাক সর্বসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখার চেষ্টা করে বলে দাবী করেন তিনি।
তবে যাত্রা এত সহজ ছিল না প্রথম দিকে।
কারণ হিসেবে আফরিন ব্যাখ্যা করেন, “নারী হিসেবে অনেক সময় আমাকে সাধারণ পাইকারী কাপড় ব্যবসায়ীদের সাথে কাজ করতে গিয়ে কিছু সমস্যায় পড়তেই হয়েছে। কারণ অনেকেই মনে করেন এসব পোশাক প্রতিষ্ঠানের ব্যবসা বেশিদিন টিকবে না ফলে কাপড়ের দাম হয়ত পাওয়া যাবে না। বেশিরভাগ অনলাইন ব্যবসার স্থায়িত্ব কম হওয়াতে এরকম ধারণা তাদের মধ্যে কাজ করে। আর দেশি পোশাক কেনার ক্ষেত্রে ক্রেতার পরিমাণও কম। এছাড়া পণ্য বিভিন্ন জায়গায় পাঠানোর ক্ষেত্রেও অসুবিধায় পড়তে হয়।”
তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, “সেই দিনের পরিবর্তন হয়েছে। তাই এখন শুধু নারীদের জন্য জন্য, পুরুষ ও শিশুদের পোশাক নিয়েও আমরা কাজ করছি।”
শীত মৌসুম সামনে রেখে এই সময়ে কিছুটা মোটা কাপড়ের পোশাক আনছে এই প্রতিষ্ঠান। আর সামনের ঈদের জন্যও জোর প্রস্তুতি চলছে বলে জানান সানিয়া আফরিন।