মিলছে হুডি, সুইফট শার্ট, ব্লেজার, জ্যাকেটসহ নানান গরম কাপড়।
Published : 27 Dec 2023, 06:24 PM
শহরে শীত এখনও জেঁকে না বসলেও তীব্র শীতের আমেজ দিতে আসছে শৈত্যপ্রবাহ।
এ সময়ে ফ্যাশন সচেতন তরুণ-তরুণীরা শীতের পোশাকের জন্য ভীড় করছেন নানান দোকানে। আর ফ্যাশন সচেতনদের কথা চিন্তা করে ফ্যাশন হাউজ তাভাস ছেলেদের জন্য এনেছে নানান ধরনের শীত পোশাক।
আছে হুডি, সুইফট শার্ট যা সুতি ব্লেনডেড কাপড়ে তৈরি করা হয়েছে। এছাড়াও ফর্মাল ও ক্যাজুয়েল ব্লেজার, নিট ও ডেনিমের মিশেল জ্যাকেট। নিটের ট্র্যাউজারে নিয়ে আসা হয়েছে ভিন্ন ধাঁচ।
হালকা রংয়ের সোয়েটারের পাশাপশি গাঢ় উজ্জ্বল রং ব্যাবহার করা হয়েছে জ্যাকেটে।
নকশায় অনুসরণ করা হয়েছে বৈশ্বিক ট্রেন্ড। ছেলেদের আরও পোশাকের মধ্যে থাকছে ডেনিম শার্ট, কর্ড শার্ট, কটন শার্ট, প্রিন্টেড শার্ট, ফ্লানেল শার্ট, নরমাল টি-শার্ট, সোয়েট শার্ট, ওভারসাইজড টি-শার্ট, ডেনিম প্যান্ট, জগার্স, কার্গো প্যান্ট, ডেনিম জ্যাকেট, কুইল্টেড জ্যাকেট, বোম্বার জ্যাকেট, ক্যাজুয়াল ব্লেজার।