Published : 03 Oct 2024, 04:55 PM
কিনে আনার পর তোয়ালে নরম আর তুলতুলে থাকে। কয়েকবার ধোয়ার পরই সেটা হয়ে যায় খসখসে।
তবে সঠিক যত্ন আর ধোয়ার কৌশল জানলে এই গাত্রমার্জনী বহুদিন নরম রাখা সম্ভব।
ধোয়ার আগে অন্তত কয়েকবার ব্যবহার
“তোয়ালে ময়লা না হলে, ঘাম না মুছলে একবার গোসল সেরে মোছার পর ধোয়ার প্রয়োজন নেই”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে পরামর্শ দেন মার্কিন পরিষ্কারক প্রতিষ্ঠান ‘ক্লিন মামা’র অভিজ্ঞ পরিষ্কারক বেকি রাপিনচাক।
ওয়াশিং মেশিন ভরে কাপড় না দেওয়া
বেশি কাপড়সহ তোয়ালে ওয়াশিং মেশিনে ধুতে দিলে, বেশি জায়গা না থাকার কারণে ঠিক মতো ধোয়া হয় না। আর সাবানও সব কাপড়ে ঠিক মতো পৌঁছায় না।
তাই ওয়াশিং মেশিনে কাপড় ও তোয়ালে ধোয়ার সময় খেয়াল রাখতে হবে ভেতরে যেন বেশ খানিকটা জায়গা খালি থাকে।
“আর তোয়ালে মোটা ও ভারী। তাই ওয়াশিং মেশিন অর্ধেক ভর্তি করে কাপড় ধুতে হবে। এটা সব ধরনের কাপড় ধোয়ার ক্ষেত্রেই প্রযোজ্য”- বলেন রাপিনচাক।
আলাদা ধোয়া
অন্যান্য কাপড়ের সাথে না ধুয়ে, তোয়ালে আলাদা ধোয়া ভালো।
কারণে তোয়ালের তন্তুতে অন্যান্য কাপড়ের সুতা আঁশ রোঁয়া লেগে যায়। ফলে খসখসে হতে শুরু করে।
সাবান ব্যবহারে সতর্কতা
বেশি সাবান মানেই বেশি পরিষ্কার- বিষয়টা তেমন নয়। বরং অতিরিক্ত সাবান ব্যবহারে তোয়ালে খসখসে হয়ে যেতে পারে।
একটা তোয়ালের জন্য এক চামচ গুঁড়া সাবানই যথেষ্ট।
ভিনেগার ব্যবহার
কাপড় নরম রাখার জন্য ‘ফ্যাব্রিক সফ্টেনার’ পাওয়া যায়। সেগুলোর পরিবর্তে ভিনেগার ব্যবহারের পরামর্শ দেন, রাপিনচাক।
তার কথায়, “সাবান দিয়ে ধোয়ার পর বা ওয়াশিং মেশিনে ‘রাইন্স সাইকেল’ চলার সময় এক কাপের চারভাগের একভাগ পরিমাণ ভিনেগার ঢেলে দিলে তোয়ালে থেকে যেমন অতিরিক্ত সাবান সহজে দূর হবে তেমনি রাখবে নরম ও তুলতুলে।”
বাতাসে শুকানো
ওয়াশি মেশিনে তোয়ালে শুকানো ঠিক নয়। এতে ছিড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। এরে চেয়ে তারে ঝুলিয়ে বাতাসে শুকানো ভালো পদ্ধতি। এতে তোয়ালে টেকে বেশি দিন।
আরও পড়ুন