ওয়াশিং মেশিনে কাপড়ের জুতা ও কেডস ধোয়া সম্ভব। তবে কিছু বিষয় জানা থাকা দরকার।
Published : 07 Nov 2023, 03:08 PM
পছন্দের স্নিকার্স নিয়মিত ব্যবহারে দুর্গন্ধ সৃষ্টি হয় আর ময়লা হয়। এ ধরনের জুতা ধোয়া কিছুটা ঝামেলাজনক।
তবে কৌশল জানা থাকলে ওয়াশিং মেশিনে খুব সহজে ধুয়ে নেওয়া যায়।
কতদিন পর পর জুতা পরিষ্কার করতে হয়
“যদি প্রতিদিন একই জুতা ব্যবহার করা হয় তাহলে প্রত্যেক সপ্তাহে একবার করে পরিষ্কার করে নেওয়া উচিত। তবে তা নির্ভর করবে সে জুতা কখন এবং কীভাবে পরা হচ্ছে সেটার ওপর”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন গৃহকর্ম ও আসবাবপত্রের দাগ ওঠানো বিষয়ক অভিজ্ঞ পরামর্শক ম্যারি মার্লো লিবার্টি।
“অধিকাংশ জুতাই ময়লা হলে বা দুর্গন্ধ দেখা দিলে পরিষ্কার করতে হয়। তবে কখনও যদি জুতায় কাদা লেগে যায় তাহলে যত দ্রুত সম্ভব ধুয়ে ফেলা উচিত। এতে দাগ স্থায়ী হওয়ার সম্ভাবনা হ্রাস পায়”- পরামর্শ দেন ম্যারি।
জুতা পরিষ্কারের আগে যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন-
জুতা পরিষ্কার করার আগে সব সময় এর প্রস্তুতকারীর ওয়েবসাইট থেকে পরিষ্কার প্রণালী জেনে নেওয়া ভালো। প্রথমবার ওয়াশিং মেশিনের দেওয়ার আগে দেখে নিতে হবে এতে জুতার তলি রবারের নাকি চামড়া বা ‘সোয়েড লেদারের’ তৈরি।
জুতা ধোয়ার পরে তা খোলা বাতাসে শুকানো ভালো। কখনই গরম বাতাস দিয়ে বা কাপড়ে মুড়িয়ে রেখে শুকানোর চেষ্টা করা ঠিক হবে না। তাপের কারণে জুতার কাঠামো ঢিলা এবং আকারে ত্রুটি দেখা যেতে পারে।
জুতা ধোয়ার পরে শুকানোর জন্য কমপক্ষে ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে। ভেজা জুতা কোনোভাবেই পড়া ঠিক নয়। জুতায় থেকে যাওয়া আর্দ্রতা পা এবং জুতা দুয়ের জন্যই ক্ষতিকর।
উপকরণ
নরম ব্রিসলের নাইলন ব্রাশ, ওয়াশিং মেশিন, মেশ লন্ড্রি ব্যাগ, শুকানোর তাক, শক্তিশালী ডিটারজেন্ট, এনজাইমভিত্তিক দাগ তুলে ফেলতে পারে এমন উপাদান (ঐচ্ছিক)। অক্সিজেন ভিত্তিক ব্লিচ(ঐচ্ছিক), লন্ড্রি জীবাণুনাশক (ঐচ্ছিক), মেলামাইন ইরেজার।
পদ্ধতি
যদি সম্ভব হয় তাহলে জুতার ফিতা খুলে আলাদা লন্ড্রি ব্যাগ অথবা হ্যান্ডওয়াশ একটা পাত্রে নিয়ে কুসুম গরম পানিতে ধুয়ে নিতে হবে
জুতার ভেতরের সুখতলি আলাদা করে তা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে।
নরম ব্রাশ দিয়ে অথবা ভেজানো পেপার দিয়ে বাড়তি ময়লা জুতার সোল বা বাহ্যিক অংশ থেকে পরিষ্কার করে নিতে হবে।
জুতায় যদি কাদা লেগে থাকে তাহলে ওয়াশিং মেশিনে দেওয়ার আগে বাগানে ব্যবহার করার পাইপের সাহায্যে তা পরিষ্কার করে নেওয়া যেতে পারে।
দাগ কমানোর উপায়
জুতায় যদি কোনো খাবার বা অন্য কোনো কিছুর দাগ লেগে থাকে তাহলে ওয়াশিং মেশিনের দেওয়ার আগে তোলার চেষ্টা করে দেখতে হবে
সামান্য পরিমাণ শক্তিশালী লন্ড্রি ডিটারজেন্ট বা এনঞ্জাইম-ভিত্তিক রিমুভার দিয়ে জুতায় পড়া দাগ সব পরিষ্কার করে নিতে হবে। নরম বা পুরানো ব্রাশ এক্ষেত্রে খুব ভালো কাজ করতে পারে।
জুতা ধোয়ার আগে এর দাগ তুলতে উপাদানগুলো কাজ করতে ১৫ মিনিট সময় দিতে হবে।
ওয়াশিং মেশিনের সেটিং ঠিক করা
প্রথমে সাধারণ ঘূর্ণন এবং গরম ও ঠাণ্ডা পানি ব্যবহার করতে হবে। পরে ধীরে ধীরে এই ঘূর্ণন বাড়াতে হবে।
সাদা জুতা উজ্জ্বল করতে এতে এক চামচ অক্সিজেন ভিত্তিক ব্লিচ পাউডার ব্যবহার করা যেতে পারে।
ওয়াশিং মেশিনে জুতা ধোয়া
প্রতি জোড়া জুতা এবং এর ফিতা আলাদাভাবে লন্ড্রি ব্যাগে দিতে হবে।
ফিতা ছাড়া জুতাগুলোকে ভেতরের বকলেস বের করে ধুতে দিতে হবে।
একই রংয়ের ও ওজনের জুতাগুলো একসাথে ধুতে দেওয়াই ভালো।
যদি কেবল এক জোড়া জুতা ধোয়া হয় তাহলে এর সাথে তোয়ালে বা জিন্স ইত্যাদি ময়লা কাপড় যোগ করা যেতে পারে। এতে ওয়াশিং মেশিনের ভারসাম্য ঠিক থাকবে।
যদি আলাদা কোনো লন্ড্রি ব্যাগ না থাকে, তাহলে পুরানো বালিশের কভার ব্যবহার করা যেতে পারে। সুতির দড়ি অথবা বাড়তি কোনো জুতার ফিতা দিয়ে বালিশের কভারটা ভালোমতো বেঁধে দিতে হবে।
জুতা শুকানো
জুতা ধোয়ার পরে এতে কোনো বাড়তি পানি থাকলে তা ঝেড়ে ফেলতে হবে।
বাতাসে ফিতা ও জুতা আলাদাভাবে শুকাতে দিতে হবে। তবে সূর্যালোক যাতে সরাসরি না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।
খুব বেশি তাড়াহুড়া থাকলে জুতা শুকানোর জন্য এয়ার ড্রায়ারের সাহায্য নেওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে কয়েকটি শুকনা তোয়ালে দিয়ে দিতে হবে যেন বাড়তি আর্দ্রতা শুষে নেয়।
জুতা ধোয়ার আরও কয়েকটি কৌশল
দুর্গন্ধ দূর করতে এতে এক কাপ বেইকিং সোডা যোগ করা যেতে পারে।
শুকানোর সময় জুতার আকার ঠিক রাখতে তোয়ালে পেঁচিয়ে, বা সাদা টিস্যু পেপার ব্যবহার করা যেতে পারে। কিছুটা শুকিয়ে আসার পরে এগুলো পরিবর্তন করে নিতে হবে।
জুতা সংরক্ষণ করতে হবে কাপড়ের জুতার ব্যাগে অথবা পুরানো বালিশের কাভারে। এতে করে জুতা শ্বাস নিতে পারে আবার ময়লাও হয় না।
নতুন জুতা অথবা ধোয়া জুতার ‘স্টেইন রিপেলেন্ট স্প্রে’ ব্যবহার করা যেতে পারে। এতে সতেজ অনুভূতি দান করবে।
আরও পড়ুন