যেভাব মেইকআপ করলে ত্বক আরও শুষ্ক দেখায়

শুষ্ক ত্বকে পাউডার-ধর্মী নয়, দরকার ক্রিম ভিত্তিক প্রসাধনী।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2022, 09:13 AM
Updated : 13 Nov 2022, 09:13 AM

শুষ্ক ত্বক আগে থেকে প্রস্তুত না করলে মেইকআপে আরও শুষ্ক লাগবে।

আর এই ক্ষেত্রে ত্বকের বর্ণের সঙ্গে মিলিয়ে ফাইন্ডেশন ও কন্সিলার ব্যবহারও করতে হয় সঠিকভাবে।

শুষ্ক ত্বকে তাই মেইকআপ করা আগে কিছু বিষয় মাথায় রাখা দরকার বলে জানান নিউ ইয়র্কয়ের মেইকআপ আর্টিস্ট নিয়ল শিবেলি।

ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, “ত্বক বেশি আর্দ্র না হলে কৌশলের সঙ্গে মেইকআপ করতে হয়। না হলে দেখা যাবে ত্বকের সঙ্গে মেইকআপ মিশছে না। ফলে আলাদা একটা আস্তর মনে হবে।”

তাই তিনি চার বিষয় মাথায় রাখার পরামর্শ দেন।

ত্বক প্রস্তুত না করা

“ফাউন্ডেশন ও প্রাইমার ব্যবহারের আগে ত্বক প্রস্তুতের পদ্ধতিগুলো এড়ানো উচিত হবে না”, বলেন শিবেলি।

অনেকসময় দেখা যায় পরিষ্কার ত্বকেও সঠিকভাবে মেইকআপ বসছে না। আর শুষ্ক ত্বক হলে তো কথাই নেই। এক্ষেত্রে ত্বকের জন্য প্রয়োজন হবে প্রচুর আর্দ্রতা।

শিবেলি পরামর্শ দেন, হায়ালুরনিক অ্যাসিড সমৃদ্ধ পণ্য ব্যবহার করতে। কারণ মেইকআপের আগে এই উপাদান সমৃদ্ধ প্রসধনী ব্যবহার করলে ত্বক আর্দ্র হয়।

রাতে ত্বক পরিচর্যা না করা

সুন্দর দেখাতে শুধু মেইকআপ ব্যবহার করলেই হয় না। এরজন্য ত্বক পরিচর্যার পুরো রুটিন পালন করতে হবে নিয়মিত। আর এই শুষ্ক মৌসুমে সেটা আরও বেশি জরুরি।

শিবেলির ভাষায়, “শীত আসতে আসতে সন্ধ্যার পর কয়েকবার ময়েশ্চারাইজার মাখা জরুরি। এটা যেমন ঠাণ্ডা পরিবেশ থেকে ত্বক বাঁচায় তেমনি শুষ্কতাও এড়ানো যায়।”

পাউডার-ধর্মী পণ্য ব্যবহার

যদিও ‘ম্যাট’ভাব আনার জন্য পাউডার-ধর্মী মেইকআপ সামগ্রী ব্যবহার করা ভালো। তবে এগুলো কোনোভাবেই ত্বক আর্দ্র রাখতে পারে না।

তাই ক্রিম-ধর্মী পণ্য ব্যবহার করার পরামর্শ দেন শিবেলি।

তিনি বলেন, “আর্দ্রতা দেয় এমন ক্রিম-ধর্মী ব্লাশ ত্বকে যেমন সুন্দর মতো মিশে যায় তেমনি দেয় উজ্জ্বল আভা। শুষ্ক ত্বকে পাউডার-ধর্মী ব্লাশ বা পুরো ফাউন্ডেশন পাউডার ধরনের পণ্য ব্যবহার করলে মেইকআপে দেখা দেবে ফাটল।”

অতিরিক্ত এক্সফলিয়েশন না করা

মলিন মৃত কোষ ত্বক থেকে দূর করতে এক্সফলিয়েশন করা জরুরি। তারপরও শু্ষ্ক ত্বকে মেইকআপের জন্য অতটা জরুরি নয়।

শিবেলি বলেন, “শুষ্ক ত্বকে অতিরিক্ত এক্সফলিয়েশন করার চাইতে ‘ল্যাক্টিক অ্যাসিড’ সমৃদ্ধ প্রসাধনী দিয়ে মুখ হালকাভাবে এক্সফলিয়েশন করলেও মরা চামড়া উঠে যায় আর মেইকআপ সুন্দর মতে বসে ত্বকে উজ্জ্বল আভা ফুটিয়ে তুলতে পারে।”

আরও পড়ুন:

Also Read: শুষ্ক ত্বকের প্রাকৃতিক সমাধান

Also Read: শুষ্ক ত্বকে যেসব উপাদান ব্যবহার করা উচিত না

Also Read: মেইকআপ প্রেমীদের ত্বকের যত্ন