Published : 30 Apr 2025, 12:06 AM
ঢাকার মূল সড়কে ব্যাটারির রিকশা চলতে না দেওয়ার কথা বলেছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
তবে মূল সড়ক বাদে অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে ‘মানসম্মত অনুমোদিত’ ব্যাটারির রিকশা চলতে পারবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ডিএনসিসিতে ‘ব্যাটারিচালিত রিকশার মানসম্মত মডেল ও প্রোটোটাইপ নির্মাণের অগ্রগতি ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।
এজাজ বলেন, ব্যাটারি রিকশার স্ট্যান্ডার্ড মডেল ও নীতিমালা প্রস্তুতের জন্য অল্প সময়ের মধ্যে একটি উচ্চ পর্যারের কমিটি গঠন করা হবে।
সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিইপিআরসি ইজিবাইক প্রকল্পের নতুন ‘মানসম্মত’ মডেলের তিন চাকার স্বল্প গতির ই-রিকশার টাইপ অনুমোদন ও রেজিস্ট্রেশনের প্রস্তাব করা হয়। প্রস্তাব অনুযায়ী পরীক্ষামূলক নমুনা প্রস্তুতের আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক।
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) আব্দুল্লাহ আল মাসুদ, ব্যাটারির রিকশা প্রস্তুতকারক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।