স্প্যানিশ ফুটবল
Published : 30 Apr 2025, 12:08 AM
কোপা দেল রের ফাইনালে হারার পর আরেকটি দুঃসংবাদ শুনতে হলো রেয়াল মাদ্রিদকে। ঊরুর চোটে আবার লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ফেরলঁদ মঁদি। মৌসুমের বাকি সময়ে এই ফরাসি ডিফেন্ডারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
হ্যামস্ট্রিংয়ের চোটে ৪৪ দিন বাইরে থাকার পর গত শনিবার কোপা দেল রের ফাইনাল দিয়ে মাঠে ফেরেন মঁদি। বার্সেলোনার বিপক্ষে রেয়ালের ৩-২ গোলে হারা ওই ম্যাচে তিনি খেলতে পারেন মাত্র ১১ মিনিট, এরপরই ছেড়ে যান মাঠ।
ইউরোপের সফলতম ক্লাবটি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, পরীক্ষায় ২৯ বছর বয়সী এই ফুটবলারের ডান ঊরুতে চিড় ধরা পড়েছে। তার সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে, সে বিষয়ে কিছু বলা হয়নি ক্লাবের পক্ষ থেকে।
তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, আড়াই মাসের মতো বাইরে থাকতে হবে মঁদিকে। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ৩২ দলের ক্লাব বিশ্বকাপেও খেলার সম্ভাবনা নেই তার।
চলতি মৌসুমে এই নিয়ে চারবার চোটের কারণে ছিটকে গেলেন মঁদি। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ২০২৪-২৫ মৌসুমে তিনি খেলতে পারেন ৩১ ম্যাচ।
এদিনই এর আগে ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের হাঁটুতে অস্ত্রোপচারের কথা জানায় রেয়াল। তাকেও লম্বা সময় বাইরে থাকতে হবে। কোপা দেল রের ফাইনালে রেফারির দিকে বস্তু ছুড়ে মারায় বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকিতেও আছেন তিনি।
গত সপ্তাহে পায়ের গুরুতর চোটে ছিটকে যান এদুয়ার্দো কামাভিঙ্গাও। ফরাসি এই মিডফিল্ডারেরও এই মৌসুমে আর খেলার সম্ভাবনা নেই।
বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে আছে রেয়াল। বাকি আছে আর পাঁচ রাউন্ড।