মশাবাহিত এ রোগে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
Published : 01 Nov 2023, 06:45 PM
ঢাকার চেয়ে এখনও বাইরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে। গত এক দিনে ভর্তি হওয়া ১ হাজার ৯০৩ জন রোগীর মধ্যে ঢাকা নগরীতে ৩৮৪ জন এবং দেশের অন্যান্য স্থানে ১৫১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও সাতজনের। এ নিয়ে বছরজুড়ে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১ হাজার ৩৫৫ জন।
গত ২৪ ঘণ্টার তথ্যসহ এ বছর এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৭৮ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ঢাকায় ৯৯ হাজার ৫৫৩ জন, ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫২৫ জন রোগী।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৯০৩ জন। এরমধ্যে ঢাকায় ৩৮৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৫১৯ জন।
অক্টোবরে ডেঙ্গু কাড়ল ৩৫৯ প্রাণ
মাসের হিসাবে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে পাঁচ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং সবশেষ মাস অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ হাজার ৭৬৯ জন রোগী।
মাসওয়ারি মৃত্যুর হিসেবে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে মৃত্যু হয়েছে ৩৫৯ জনের।