ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১২০ রোগী

সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৭২৭ জন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2022, 02:17 PM
Updated : 2 Dec 2022, 02:17 PM

গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭৮ জন ও ঢাকার বাইরে ৪২ জন রোগী ভর্তি হন হাসপাতালে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকায় ৯৫৪ জন ও ঢাকার বাইরে ৭৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগে ৩ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত এক দিনে কারও মৃত্যু হয়নি; তাতে এ বছর মোট মৃত্যু আগের মতই ২৫৪ জন রয়েছে।

এর মধ্যে নভেম্বরে ১১৩ জন, অক্টোবরে ৮৬ জন, সেপ্টেম্বরে ৩৪ জন, অগাস্টে ১১ জন, জুলাইয়ে ৯ জন এবং জুনে একজনের মৃত্যু হয়।

তাদের মধ্যে ১৫৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকা বিভাগের মাদারীপুর ও নরসিংদী জেলায় একজন করে মারা গেছেন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৭ জন এবং বরিশাল বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৭ হাজার ৮৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৮৭৭ জন।

ডিসেম্বরে এখন পর্যন্ত ৫০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নভেম্বরে ১৯ হাজার ৩৩৪ জন, অক্টোবরে ২১ হাজার ৯৩২ জন, সেপ্টেম্বরে ৯ হাজার ৯১১ জন ও অগাস্টে ৩ হাজার ৫২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।

মাঝে এক বছর ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও ২০২১ সালে ফের ৫৮ জেলায় ডেঙ্গু ছড়ায়। তাতে ২৮ হাজার ৪২৯ জন এ রোগ নিয়ে হাসপাতালে যায়, মৃত্যু হয় ১০৫ জনের।