পশ্চিমবঙ্গে ব্যর্থ ‘সুড়ঙ্গ’? 

সবমিলিয়ে পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’র কালেকশন মেরেকেটে ১০ লক্ষ টাকা দাঁড়াতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2023, 02:03 PM
Updated : 26 July 2023, 02:03 PM

হঠাৎ করেই যেন ঝড়ের বাতাস। আফরান নিশো-তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেটেড কপি অন্তর্জালে ছড়িয়ে পড়ায় যার শুরু। এবার আরেকটি মন খারাপ করা খবর।

হিন্দুস্তান টাইমস বাংলা বলছে, বাংলাদেশ দাপিয়ে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে গেলেও খুব নাকি সুবিধা করতে পারছে না রায়হান রাফীর সিনেমাটি।  

গত কোরবানির ঈদে ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল দেশের ২৮টি প্রেক্ষাগৃহে। আর শুক্রবার পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ এসেছে ৩১টি হলে। তবে চোখ ধাঁধানো প্রচার পাওয়ার পরও সিনেমাটি সাফল্যের আলো দেখেনি ওপার বাংলায়।

হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, মুক্তির প্রথম পাঁচদিনে পশ্চিমবঙ্গে মাত্র ৮ লাখ টাকা ব্যবসা করেছে সিনেমাটি।

বক্স অফিস বিশেষজ্ঞ পঙ্কজ লাডিয়ার বক্তব্য, ‘সুড়ঙ্গ দেখতে হলে ভিড় নেই’।

টলিউড বক্স অফিসের পক্ষ থেকেও জানানো হয়, পাঁচ দিনে ছবির আয় ৮ লাখ টাকা। 

দ্বিতীয় সপ্তাহে বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র দাপটে বেশকিছু হল থেকে ‘সুড়ঙ্গ’ সরে যাবে বলে ধারণা করছেন বিষেজ্ঞরা। সঙ্গে রয়েছে দুই চর্চিত হলিউড সিনেমা ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ এর দাপট।

সবমিলিয়ে ‘সুড়ঙ্গ’ টেনেটুনে ১০ লাখ টাকা আয় করতে পারে বলে ধারণা করছেন অনেকে।

পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিবেশকের দায়িত্ব নিয়েছে প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস-এসভিএফ। বাংলাদেশে মুক্তির আগে থেকেই আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমাটির পোস্টার নিজেদের ফেইসবুক পেইজে পোস্ট করে আসছিল প্রযোজনা সংস্থাটি। এর আগে গত ১৬ জুলাই সিনেমার ট্রেইলারও প্রকাশ করেছে এসভিএফ। 

নির্মাতা রায়হান রাফী সিনেমাটির কলকাতায় মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে ফেইসবুকে লিখেছিলেন, দেশ কাঁপিয়ে এবার কলকাতার দেয়ালে দেয়ালে ‘সুড়ঙ্গ’।

আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়েও বাংলা সিনেমা পশ্চিমবঙ্গে মুক্তি দেয়াটা বেশি আনন্দের, বেশি গুরুত্বের, উল্লেখ করেন রাফী। 

গেল কিছুদিন আগে সিনেমার হল প্রিন্ট ছড়িয়ে পড়ে। গুঞ্জন ছড়ায়, কলকাতা থেকেই নাকি সিনেমাটির পাইরেসি হয়েছে।

তবে সুড়ঙ্গের সম্পাদক সিমিত রায় অন্তর সাংবাদিকদের জানান, বাংলাদেশ থেকেই পাইরেসি হয়েছে সিনেমাটির। কারণ ফাঁকা হলে বসে সিনেমাটি রেকর্ড করা হয়েছে বলে ধারণা টিম সুড়ঙ্গর। কারণ পাইরেটেড ভার্সনটিতে দর্শকদের কোনোরকম রি-অ্যাকশন পাওয়া যায়নি।

Also Read: বাংলাদেশের চেয়ে ভারতে বেশি প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’

Also Read: ভারতে ‘সুড়ঙ্গ’ টিমের সাথে সৃজিত ও জয়া

Also Read: ঈদের সিনেমা: এখনও দাপট দেখাচ্ছে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’

Also Read: বাংলাদেশের চেয়ে ভারতে বেশি প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’

Also Read: ‘সুড়ঙ্গ’ টিম টাঙ্গাইলে, জন্মভূমিতে অভিভূত নিশো

Also Read: ‘সুড়ঙ্গ’ যাচ্ছে পশ্চিমবঙ্গে, অপেক্ষা সেন্সরবোর্ডের ছাড়পত্রের

Also Read: শুটিংয়ে কতটা কাঠখড় পুড়িয়েছে ‘সুড়ঙ্গ’ টিম?