গৃহকর্মী পিংকি আক্তারের অভিযোগ, তাকে মারধর করা হয়েছে পরীমনির সন্তানের পড়ে যাওয়াকে কেন্দ্র করে।
Published : 04 Apr 2025, 05:48 PM
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তার এক গৃহকর্মী।
বৃহস্পতিবার পিংকি আক্তার নামে এক তরুণী ভাটারা থানায় গিয়ে মাধরের অভিযোগ করেন।
ভাটারা থানার এসআই আরিফুর ইসলাম বলেন, “বাচ্চা পড়ে যাওয়ায় পরীমনি মারধর করেছে বলে অভিযোগ করেছেন পিংকি আক্তার।”
ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, “পরীমনির বাসায় নির্যাতনের অভিযোগ করেছেন তার এক গৃহকর্মী। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
বিষয়টি নিয়ে জানতে পরীমনিকে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি কল কেটে দেন।
নানা সময়ে নানা কর্মকাণ্ডে আলোচনায় থাকা পরীমনি চলতি বছরের ৩১ জানুয়ারি 'গোলাপ' নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানে রূপা চরিত্রে দেখা যাবে তাকে।
এছাড়া শেষ করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং, যেটি মুক্তির অপেক্ষায় আছে।