Published : 04 Apr 2025, 02:44 PM
দর্শকের 'আগ্রহ না থাকায়' মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’।
সেই জায়গায় বাড়ানো হয়েছে শাকিবের আরেকটি সিনেমা ‘বরবাদের’ শো।
স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’। গত সোমবার ঈদের দিন থেকে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে সিনেমাটির চারটি প্রদর্শনী ছিল। দুইদিন চালিয়ে সিনেমাটি নামিয়ে ফেলা হয়।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ গ্লিটজকে বলেন, "দর্শক ‘অন্তরাত্মা’ সিনেমা দেখে না, সিনেমা চলে না, তাই নেমে গেছে। দর্শক দেখলে সেই সিনেমা কখনো নামে না। ঈদের সময় তো হল খালি রাখা যায় না। দীর্ঘ সাত আটমাস পর আমরা ব্যবসা করতে পারছি। যেই সিনেমার চাহিদা বেশি সেই সিনেমাই চালানো হচ্ছে।"
শাকিবের ‘বরবাদ’ সিনেমা যখন অনিশ্চয়তার মুখে পড়ে, তখন হঠাৎ করে মুক্তি নিয়ে আলোচনায় আসে ‘অন্তরাত্মা’।
চার বছর আগে ২০২১ সালে ‘অন্তরাত্মার’ দৃশ্যধারণ করা হয়। এই সিনেমাতে শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক। শুটিংয়ের পর থেকে এই সিনেমা তেমন কোনো আলোচনাতেই ছিল না।
ঈদের আগে একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে ‘অন্তরাত্মার’ টিজার, গান ও ট্রেইলার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
ঈদের দিন গত ৩১ মার্চ সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অন্তরাত্মা’ ।
পারিবারিক গল্পের এই সিনেমার প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন, চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন জায়গায় সিনেমার শুটিং হয়েছিল।
‘অন্তরাত্মার’ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।
'অন্তরাত্মা' সিনেমা আরও দুই একদিন রাখলে ভালো 'সাড়া পেত' বলে মনে করেন সিনেমার পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপক রুহুল আমীন।
তিনি গ্লিটজকে বলেন, "সিনেমাটি সিনেপ্লেক্সে আরও রাখা যেত। আমাদের সিনেমার গল্প সুন্দর। আশানুরূপ বিক্রি হয়ত হচ্ছে না, একটা ভালো গল্প ছড়াতে সময় লাগে। দুই একদিন গেলে বুঝা যেত, যেহেতু আমাদের সিনেমার গল্প পারিবারিক। অ্যাকশন, রোমান্টিক সিনেমার তো আলাদা দর্শক থাকে অন্য গল্পের সিনেমা কিন্তু ধীরে ধীরেই দর্শক বাড়ে। আমরা সিঙ্গেল স্ক্রিন থেকে সাড়া ভালো পাচ্ছিলাম, হল রিপোর্টও ভালো ছিল।"
'অন্তরাত্মা' ছাড়াও ঈদে মুক্তি পেয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’, এম রহিমের 'জংলি', শিহাব শাহীনের পরিচালনায় 'দাগি', কামরুজ্জামান রোমানের ‘জ্বীন ৩’ এবং শরাফ আহমেদ জীবনের 'চক্কর'।
মুক্তিপ্রাপ্ত ঈদের বাকি সিনেমাগুলো ‘ভালো চলছে’ জানিয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন বলেছেন, ‘বরবাদ’ সিনেমার চাহিদা বেশি।
“বাকি সিনেমাগুলো খুব ভালো চলছে। 'জংলি', 'দাগী', 'চক্কর' সব সিনেমাই কম বেশি ব্যবসা হচ্ছে। আমরা শো হাউসফুল পাচ্ছি, অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। টিকেট না পেয়ে দর্শক ফিরে যাচ্ছে। বাংলা সিনেমার জন্য এসব খুব ভালো খবর।"