চ্যাম্পিয়ন্স লিগ
Published : 29 Apr 2025, 09:16 PM
চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদকে আরেকটি ক্লাসিকোয় হারিয়ে কোপা দেল রের শিরোপা জয়ের রেশ না কাটতেই চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নামতে হচ্ছে বার্সেলোনাকে। দলে উৎসবের আবহ এখনও রয়ে গেছে। তবে ইন্টার মিলানের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি তাতে বাধাগ্রস্ত হচ্ছে না বলেই মনে করেন হান্সি ফ্লিক। তার বিশ্বাস, আসছে লড়াইয়ের জন্য খেলোয়াড়রা বরং আরও বেশি অনুপ্রাণিত বোধ করবেন।
স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে গত শনিবার রেয়ালকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। মৌসুমে প্রথম তিন ক্লাসিকোর সবকটিতে জিতেছে কাতালান দলটি।
চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার ঘরের মাঠে ইন্টারের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
এই লড়াইয়ের আগে কোপা দেল রের শিরোপা জয়ের উৎসবে লাগাম টানার প্রয়োজন আছে কি না, মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে ফ্লিক বলেন, তারা পুরোপুরি প্রস্তুত।
“না (উৎসবে লাগাম দেওয়ার প্রয়োজন নেই), আমি যা দেখতে পাচ্ছি তা হলো সবাই এই ম্যাচে মনোযোগী, সবাই জানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা কতটা গুরুত্বপূর্ণ।”
“রেয়ালের বিপক্ষে এই জয় ইতিবাচক মনোভাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানি, ফাইনালে পৌঁছানোর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এখানে থাকতে পারা সবারই স্বপ্ন, আমাদের মনোযোগ ধরে রাখতে হবে।”
২০২৫ সালে স্রেফ একটি ম্যাচে হেরেছে বার্সেলোনা। অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ তিন ম্যাচেই হেরেছে ইন্টার। সেরি আর শিরোপা ভাগ্যও তাদের হাত থেকে ছুটে গেছে।
তবে আসছে লড়াইটা সহজ হবে না বলেই মনে করেন ৬০ বছর বয়সী ফ্লিক।
“ইন্টার এমন একটি দল, যাদের কিছু খেলোয়াড় এমন বয়সে আছে, যাদের হয়তো ফাইনালে ওঠার এটাই শেষ সুযোগ, তারা শতভাগ দেবে। চ্যাম্পিয়ন্স লিগ ইন্টারের জন্য একটা শিরোপা জয়ের বড় সুযোগ, আমাদের মতোই তারা ফাইনাল থেকে দুই ম্যাচ দূরে আছে।”
“অতীতের ম্যাচগুলো নিয়ে কিছু যায় আসে না। আমি এসব নিয়ে ভাবি না, কারণ এটা আমার কাজ নয়, আমি আমার দলের ওপর মনোযোগ দিচ্ছি।”