ঈদের ছয়টি সিনেমার মধ্যে শতাধিক প্রেক্ষাগৃহ পাচ্ছে 'বরবাদ' সিনেমা।
Published : 30 Mar 2025, 09:30 PM
ঈদকে কেন্দ্র করে সাধারণত সিনেমা মুক্তির হিড়িক পড়ে। এবার সেই ঢালাও মুক্তিতে কিছুটা লাগাম এসেছে। যা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু নিয়ে আসবে বলে মনে করছেন প্রদর্শক সমিতি ও হল মালিকরা।
এবার ঈদে প্রেক্ষাগৃহে আসবে ৬টি সিনেমা; গেলবার যে সংখ্যা ছিল দ্বিগুণের কাছে ১১টি।
এবারে সিনেমাগুলোর মধ্যে দুইটি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের। এছাড়া মোশাররফ করিম, আফরান নিশো, সিয়াম আহমেদ, তমা মির্জা, শবনম বুবলী ও নুসরাত ফারিয়াকে পাওয়া যাবে বাকিগুলোয়।
এবার দেখা যাবে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’, ওয়াজেদ আলী সুমনের 'অন্তরাত্মা', এম রহিমের 'জংলি', শিহাব শাহীনের পরিচালনায় 'দাগি', কামরুজ্জামান রোমানের ‘জ্বীন ৩’ এবং শরাফ আহমেদ জীবনের 'চক্কর'।
এসবের মধ্যে ‘বরবাদ’, ‘দাগি’ আর ‘জংলি’ তিনটিই প্রতিশোধের গল্পের সিনেমা। সত্যি ঘটনার আদলে তৈরি হয়েছে ‘জ্বীন ৩’, এটি সিকুয়েল হলেও আগের পর্বগুলোর সঙ্গে গল্পের মিল রাখেননি নির্মাতা; দেশ ও মানুষের গল্প বলা চিত্রনাট্যে এক গোয়েন্দা কর্মকর্তার নানা কাহিনী দেখাবে ‘চক্কর’।
ঈদে শাকিবের পাশাপাশি অন্যান্য অভিনয় শিল্পীদের সিনেমা আসার ঘটনাটি ইতিবাচক হিসেবে দেখছে প্রদর্শক সমিতি। এতে করে শাকিবকেন্দ্রিক নির্ভরতা থেকে ইন্ডাস্ট্রি কিছুটা বেরিয়ে আসবে বলে মনে করছেন প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস।
জুলাই গণঅভ্যুত্থানের সময় থেকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে প্রেক্ষাগৃহের গেল কয়েক মাসের মন্দা দশা কাটাতে ঈদের সিনেমা ভূমিকা রাখবে বলে মনে করছেন লায়ন সিনেমা হলের কর্ণধার মির্জা আব্দুল খালেক।
তবে এবারের ঈদের দীর্ঘ ছুটিতে বহু মানুষ গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ায়, শহরের সিনেপ্লেক্স এবং হলে মুক্তির পর এই সিনেমাগুলো কতটা দর্শক পাবে সেটি নিয়েও চিন্তিত এই হল মালিক।
‘একা শাকিবের উপর নির্ভর করে ইন্ডাস্ট্রি চলতে পারে না’
প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস গ্লিটজকে বলেন, শাকিবের 'বরবাদ' নিয়ে আমাদের প্রত্যাশা বেশি, এটা সম্পূর্ণ বিনোদনমূলক সিনেমা, মারামারি, নাচ ,গান সবই আছে। বাকি সিনেমাগুলোও ভালো। 'দাগি', 'জংলি', 'জ্বীন ৩' সিনেমাগুলোও ভালো দর্শকনির্ভর সিনেমা বলে মনে করছি। আর এতোগুলা ভালো সিনেমা আসায় আমরাও খুশি।
“কারণ একা শাকিবের উপর নির্ভর করে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। সিনেমার এই প্রতিযোগিতাটা বাংলা চলচ্চিত্রের জন্য ভালো।"
গতবারের তুলনায় মুক্তি প্রতিক্ষীত সিনেমার সংখ্য কমলেও ৬টিকেও বাড়াবাড়ি বলছেন প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস। কারণ হিসেবে তুলে ধরেছেন প্রেক্ষাগৃহ সংকট।
“একসঙ্গে সবাই এই ঈদে আসছে এটাও আবার সমর্থনযোগ্য না। যেহেতু সিনেমা হল কম, সবাই সব হল পাবে না। সেক্ষেত্রে এটা প্রযোজকদের জন্য ক্ষতি। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে এক দুইটা সিনেমা ছাড়া বাকি সিনেমাগুলো ব্যবসা করতে পারে না।
প্রদর্শক সমিতির এই উপদেষ্টার ভাষ্য, “ছয়টি সিনেমা মুক্তি প্রেক্ষাগৃহ সংকটের মধ্যে প্রযোজকদের জন্য ভালো বার্তা নয়।”
সিনেমা হলের গত এক বছরের ‘মন্দা দশা’ থেকে ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা রাখছেন লায়ন সিনেমা হলের কর্ণধার মির্জা আব্দুল খালেক।
তিনি বলেন, “সবগুলো সিনেমাই ভালো এবার, সিনেমা হল গত এক বছরে যেই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে সেই অবস্থা থেকে যদি ঘুরে ঈদের এই সিনেমাগুলো দিয়ে ঘুরে দাঁড়ানো যায়। লসটা কাভার করলেও হবে। তবে মুশকিলের ব্যাপার হচ্ছে এই দীর্ঘ ছুটিতে শহরে মানুষজন কমে গিয়েছে।”
একসঙ্গে বেশি সিনেমা মুক্তি পেলে একজন মানুষ বা একটি পরিবারের পক্ষে একাধিক সিনেমা দেখাও কঠিন হয়ে দাঁড়ায় বলেও মন্তব্য করেছেন তিনি।
খালেক গ্লিটজকে বলেন, “সব সিনেমা তো ব্যবসা করতে পারবে না। মানুষের বাজেট এখন অনেক বড় ব্যাপার। মাল্টিপ্লেক্সে যদি পাঁচটি সিনেমা দেখতে হয় পরিবারসহ তাহলে অনেক বাজেটের প্রয়োজন। সেক্ষেত্রে সব সিনেমা এক রকম ভালো ব্যবসা করবে তা বলা যায় না।”
শতাধিক প্রেক্ষাগৃহে ‘বরবাদ’
দুই বছর আগে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ দিয়ে অন্য শাকিবকে পেয়েছিল দর্শকরা। এরপর ‘রাজকুমার’, ‘দরদ’, ‘তুফান’ করে এবার নায়ক আসছেন ‘বরবাদ’ নিয়ে। কয়েক বছর ধরে শাকিব ভিনদেশি নায়িকাদের সঙ্গে কাজ করছেন, এবারেও ব্যতিক্রম হয়নি। ‘বরবাদে’ শাকিবের নায়িকা ‘প্রিয়তম’ সিনেমার অভিনেত্রী ইধিকা পাল।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এই সিনেমাটির ঢাকার প্রযোজক শাহরিন আক্তার সুমী গ্লিটজকে বলেছেন শতাধিক প্রেক্ষাগৃহ পাচ্ছে 'বরবাদ' সিনেমা।
"এই সংখ্যা হয়ত বাড়তে পারে। আশা করছি এই সিনেমা দিয়ে আমরা নিজেরাও ব্যবসা করতে পারব, হল মালিকরাও ব্যবসা করতে পারবে। কারণ সিনেমাটি এমন কেউ একবার দেখলে তার আরেকবার দেখতে যেতে ইচ্ছে করবে।"
অ্যাকশন ধাঁচের সিনেমা ‘বরবাদ’। প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এই সিনেমার আরও অভিনয় করেচেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত, ঢাকার অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার।
সিনেমার আইটেম গান ‘চাঁদ মামায়’ দেখা গেছে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে।
'বরবাদ' সিনেমা দিয়ে চার মাস পর ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের দুয়ার খুলছে।
মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ গ্লিটজকে বলেন, "গত নভেম্বর থেকে মধুমিতা সিনেমা হল বন্ধ, ঈদের দিন হল খুলে সেখানে চলবে শাকিবের 'বরবাদ' চালাব। শাকিবের একটা দর্শকশ্রেণি আছে, তারপর আবার প্রিয়তমার নায়িকা। আমাদের প্রত্যাশা ভালো। আশা করছি ভালো চলবে। তারপর আমরা 'দাগি' সিনেমা চালাব।"
এক ঈদে একসঙ্গে শাকিবের দুইটি সিনেমা আসার ঘটনাও ঘটছে দীর্ঘদিন পর।
ক্ষমতাধর এক ব্যবসায়ীর সঙ্গে এলাকার জননেত্রীর প্রেমের গল্প দেখা যাবে শাকিব খানের 'অন্তরাত্মা' সিনেমায়। প্রেমের গল্পের এই সিনেমায় কেবল প্রেম নেই, আছে অপরাধ জগতের ছায়া, মারপিট ও হাস্যরসও।
চার বছর আগে দৃশ্যধারণের কাজ শেষ করা এই সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন কলকাতার দর্শনা বণিক।
সিনেমাটির প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন, চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন জায়গায় সিনেমার শুটিং হয়েছিল।
‘অন্তরাত্মার’ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।
সিনেমার পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপক রুহুল আমীন গ্লিটজকে জানিয়েছেন, সিনেমাটি প্রায় ৪০ টি প্রেক্ষাগৃহে চূড়ান্ত হয়েছে, এর সংখ্যা বাড়তেও পারে।
নিশো ফিরছেন ‘দাগি’ নিয়ে
'সুড়ঙ্গ' মুক্তির পর দুই বছর পর 'দাগি' সিনেমা নিয়ে এই ঈদে ফিরছেন অভিনেতা আফরান নিশো। মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প বলবে ‘দাগি’ সিনেমায়।
'দাগি' সিনেমায় জুটি বেঁধেছেন নিশো ও তমা মির্জা। তারা একসঙ্গে কাজ করেছিলেন সুড়ঙ্গ সিনেমাতেও।
‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন। আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।
‘দাগি’ নিয়ে পরিচালক শাহীন বলেছেন তার সিনেমার চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে ‘ক্ষমা’।
“এটা একজন সাজাপ্রাপ্ত মানুষের জীবনের গল্প। শুরু থেকেই এতে নিশোকেই ভেবেছিলাম। কিছু শঙ্কা শুরুতে তৈরি হয়েছিল, কিন্তু নিশো সব শঙ্কা কাটিয়ে এই জার্নিতে যুক্ত হয়।”
‘দাগি’ গল্প নির্ভর সিনেমা হওয়ার, বড় বাজেটের সিনেমার ভিড়ে এই চলচ্চিত্রটি নিয়ে চিন্তিত নয় প্রযোজনা প্রতিষ্ঠান।
ফিরছেন ফারিয়া
ঈদে আসছে 'জ্বীন' সিনেমার তৃতীয় কিস্তি। এই সিনেমা দিয়ে প্রায় সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ায় ফিরেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন আবদুন নূর সজল।
ময়মনসিংহের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 'জ্বীন ৩' সিনেমাটি। গত কিস্তির চেয়ে এবারের গল্প ভিন্ন।
এবার ভৌতিক গল্পের সঙ্গে ইমোশনও দেখা যাবে বলে জানিয়েছেন সিনেমার নির্মাতা কামরুজ্জামান রোমান।
সিনেমার 'কন্যা' শিরোনামের গানটি বেশ সাড়া ফেলেছে। গানটিতে উঠে এসেছে গ্রাম বাংলার দোল উৎসব, গ্রামীণ মেলা, রং-বেরঙের মুখোশ আর নববর্ষের উৎসব উদযাপনের আমেজ।
‘জ্বীন ৩’ সিনেমায় আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, নাদের চৌধুরী।
বছর ধরেই আলোচনায় 'জংলি'
এম রহিমের পরিচালনায় প্রেম ও প্রতিশোধের গল্পে ‘জংলি’ দেখা যাবে ঈদে। সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী।
সত্য ঘটনা অবলম্বনে ‘জংলির’ গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সুকৃতি সাহা।
রহিম গ্লিটজকে বলেছেন, তিনি মনে করে সিনেমার গল্পটা এমন যেটা দেখে প্রেক্ষাগৃহ থেকে দর্শক তৃপ্তি নিয়ে বের হবেন, অন্যরকম অনুভূতি তৈরি হবে।
“জংলির গল্প প্রত্যেকটা মানুষের জীবনের সাথে খুব সম্পৃক্ত। সিনেমাটি দেখে মানুষ মনে করবে এটা আমার এলাকার ঘটনা।“
‘জংলির’ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।
সিনেমার পরিবেশক দ্য অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি জানিয়েছেন, মাল্টিপ্লেক্সসহ সিনেমাটি প্রায় ১৫ টি প্রেক্ষাগৃহে দেখা যেতে পারে।
এ সিনেমার চারটি গান রয়েছে। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। প্রকাশ্যে এসেছে সিনেমাটি দুটি গান ‘জনম জনম’ ও 'বন্ধুগো শোনো'।
‘গোয়েন্দা’ মোশাররফের 'চক্কর'
শরাফ আহমেদ জীবনের পরিচালনায় অভিনেতা মোশাররফ করিমের সিনেমা ‘চক্কর ৩০২' দেখা যাবে ঈদে। সিনেমায় গোয়েন্দা চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।
সিনেমার গল্প নিয়ে গ্লিটজকে জীবন বলেন, "গল্পটা আমাদের নিজেদের গল্প, দেশের গল্প। একটা মানুষের সম্পর্কের গল্প। দর্শক যদি গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারে তাহলে সিনেমাটি পছন্দ করবে। এখানে কোনো চ্যালেঞ্জ দেখছি না।"
সিনেমায় আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার, রওনক হাসান, সুমন আনোয়ার, শাশ্বত দত্ত।
২০২১-২২ অর্থবছরে 'চক্কর' সিনেমার জন্য অনুদান পান জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল 'বিচারালয়'। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে নাম রাখা হয়েছে 'চক্কর ৩০২'।