মন্তাজের ছবিগুলোর মধ্যে দিলীপ কুমারের সঙ্গে অমিতাভ বচ্চন, দেবানন্দ, রাজ কাপুর ও ধর্মেন্দ্রর নানা সময়ের কিছু ছবি দেখা গেছে।
Published : 07 Aug 2023, 11:40 AM
বলিউডের যে অভিনেতাকে দিলীপ কুমার পুত্রসম ভাবতেন, বন্ধু দিবসে সেই অমিতাভ বচ্চনসহ হিন্দি সিনেমার আরও কয়েক তারকার সঙ্গে মন্তাজ শেয়ার করেছেন তার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু।
এনডিটিভি লিখেছে, রোববার বন্ধু দিবসে ইনস্টাগ্রামে মন্তাজ শেয়ার করে সায়রা বানু প্রয়াত দিলীপ কুমারের সঙ্গে তার বন্ধুদের সম্পর্কের সংজ্ঞা জানিয়েছেন।
মন্তাজের ছবিগুলোর মধ্যে দিলীপ কুমারের সঙ্গে অমিতাভ বচ্চন, দেবানন্দ, রাজ কাপুর ও ধর্মেন্দ্রর নানা সময়ের কিছু ছবি রয়েরছ। এই মানুষগুলোর প্রত্যেকেই যে যার সময়ে ছিলেন মহাতারকা।
স্বামীকে সায়রা বানু সম্বোধন করেছেন ‘সাহেব’ হিসেবে।
বন্ধুরাই তার সাহেবের জীবনে আলো ছিলেন জানিয়ে সায়রা বানু লিখেছেন, “এই ভিডিওটি সেই আনন্দময় দিনগুলো প্রকাশ করে, যেখানে মধুর সব স্মৃতি জমে আছে। এই মানুষগুলোর সঙ্গে সাহেবের সম্পর্ক ছিল কেবল হৃদয়ের। আমি তার (দিলীপ কুমার) জীবনের এই গল্পটি শেয়ার করছি, যে গল্প কেবল কয়েকজনের সঙ্গে গেঁথেছিলেন তিনি।“
সায়রা বানু লিখেছেন, এই গল্প একজন কিংবদন্তিকে (দিলীপ কুমার) নিয়ে, যাকে ঘিরে আছে আরও কয়েকজন কিংবদন্তি। যাদের তারকাখ্যাতির নিচে বেঁচে থাকার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য সৌহার্দ্য, হাসি-কৌতুক চলত।
তিনি বলেন, “সাহেব ও তার সঙ্গীদের কাছে বন্ধুত্ব এমন কিছু ছিল, যা দেওয়া-নেওয়ায় আটকে থাকেনি। এমনকি একে অপরের কাছে তাদের প্রত্যাশাও তেমন ছিল না।“
সোশাল মিডিয়ায় গত কয়েকদনি ধরে সায়রা বানু সরব। গত ৪ অগাস্ট কিশোর কুমারের জন্মদিনে দিলীপ কুমারের সঙ্গে প্রয়াত গায়কের একটি সাদা-কালো ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।
সেখানে সায়রা বানু লিখেছেন, “কিশোর কুমারকে তার জন্মবার্ষিকীতে স্মরণ করছি, যিনি সাহেব এবং আমাকে স্মরণীয় কিছু সুর উপহার দিয়েছিলেন। আমাদের হৃদয়ে গেঁথে আছে সে সুরগুলো। তার সাথে ‘সগিনা’ ও ‘পাড়োসান’ এর মত জনপ্রিয় কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছি আমরা, যা এক আনন্দঘন অভিজ্ঞতা ছিল।”
দিলীপ কুমারের জীবনাবসান হয় ২০২১ সালে। তার আসল নাম মহম্মদ ইউসুফ খান। অবিভক্ত ভারতের পেশোয়ারে ১৯২২ সালে জন্ম নেওয়া দিলীপ কুমার ছয় দশক ধরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম আইকন হয়ে ছিলেন।
৯৮ বছরের জীবনে ‘জোয়ার ভাটা’, ‘আন’, ‘আজাদ’, ‘দেবদাস’, ‘আন্দাজ’, ‘মুঘল ই আজম’, ‘গঙ্গা–যমুনা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’, ‘শক্তি’, ‘সওদাগর’, ‘মশাল’সহ অভিনয় করেছেন ৬৫টিরও বেশি চলচ্চিত্রে।
অভিনয়ের পাশপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনাও করেছেন দিলীপ কুমারের।
১৯৬৬ সালে দিলীপ কুমার সংসার শুরু করেন বলিউডের অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে। সায়রা বানু নিজেও হিন্দি ভাষার সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী।
আরও পড়ুন
দিলীপ কুমার: বিদায় বিষাদের মহানায়ক
কিশোর কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
মধুবালা অধ্যায় চুকিয়ে সায়রা বানুর ‘কোহিনূর’ হয়েই ছিলেন দিলীপ কুমার