আইপিএল
আইপিএলে রেকর্ড অভিষেকে রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনারের ব্যাটিংয়ে মুগ্ধ স্যাম বিলিংস ও শিখার ধাওয়ান।
Published : 20 Apr 2025, 05:57 PM
মুখোমুখি প্রথম বলে চোখধাঁধানো শটে ছক্কা! ১৪ বছর বয়সী বৈভাব সুরিয়াভানশির আইপিএল অভিষেকে এমন সাহসী ব্যাটিং নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে তুমুল আলোচনা। স্তুতির জোয়ারে ভাসছেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার।
জয়পুরে শনিবার লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের ইতিহাস গড়েন সুরিয়াভানশি। এদিন তার বয়স ছিল ১৪ বছর ২৩ দিন।
এই বয়সে আইপিএলের মতো টুর্নামেন্টে অভিষেকের রোমাঞ্চ-উত্তেজনা স্পর্শ করার কথা যেকোনো ক্রিকেটারকেই। পেয়ে বসার কথা স্নায়ুচাপ, ভয় ও শঙ্কা। কিন্তু সবকিছু যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন সুরিয়াভানশি।
১৮১ রান তাড়ায় ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে তাকে ওপেনিংয়ে পাঠায় রাজস্থান। শার্দুল ঠাকুরের করা প্রথম ওভারের চতুর্থ বলে স্ট্রাইক পান তিনি। প্রথম বলেই লেগ সাইডে সরে একটু জায়গা বানিয়ে এক্সট্রা কাভারের ওপর দিয়ে উড়িয়ে দেন সুরিয়াভানশি, ছক্কা!
তার ওই ছক্কার ভিডিও ক্লিপ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ওই ছক্কার একটি ভিডিও শেয়ার করেন স্যাম বিলিংস। বর্তমানে পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা ইংলিশ কিপার-ব্যাটসম্যান উচ্ছ্বসিত প্রশংসা করেন ভারতীয় তরুণের।
“পুরোই অদ্ভূত!!!!! ১৪ (বছর বয়সের একজন)! প্রথম বলে (ছক্কা)…তার ব্যাট চালানো দেখুন, সেরা সময়ের ইউভির (ইউভরাজ সিং) মতো…ওয়াও”
ওই ছক্কাই শেষ নয়। পরের ওভারে আভেশ খানকে ছক্কা ও চার মারেন সুরিয়াভানশি। রাভি বিষ্ণইকে চারের পর ছক্কায় ওড়ান দিগ্বেশ রাথিকে। এইডেন মার্করামের বলে স্টাম্পড হয়ে ৩ ছক্কা ও ২ চারে ২০ বলে ৩৪ রান করে বিদায় নেন এই ব্যাটসম্যান।
সুরিয়াভানশির ব্যাটিং মনে ধরেছে সাবেক ভারতীয় ওপেনার শিখার ধাওয়ানেরও।
“১৪ বছর বয়সী বৈভাব সুরিয়াভানশি আমাদের দেখাচ্ছে, পরবর্তী প্রজন্মের ক্রিকেট কেমন হবে! চাপের মধ্যে দুটি অসাধারণ ছক্কায় চমৎকার ইনিংস। ‘টেম্পারমেন্ট’ ভালো লেগেছে।”
ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত জিততে পারেনি রাজস্থান। শেষ ওভারের রোমাঞ্চে ২ রানে হেরে গেছে তারা।