সায়রা বানুর শেয়ার করা সাদা-কালো ছবিতে গান গাচ্ছিলেন দিলীপ কুমার, পাশেই দাঁড়িয়ে থাকা কিশোর কুমার তাকে বাহবা জানাচ্ছিলেন।
Published : 04 Aug 2023, 07:53 PM
দশকের পর দশক ধরে ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের মোহাচ্ছন্ন করে রেখেছেন যে গায়ক, যার অভিনয় ও সুর মন ছুঁয়েছে দর্শকদের, তিনি কিশোর কুমার। কিংবদন্তি এই তারকার জন্মদিন শুক্রবার।
এই তারকার জন্মদিনকে উপলক্ষ করে স্মৃতিকথার সাথে একটি সাদা-কালো ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রবীণ অভিনেত্রী সায়রা বানু। ছবিতে দিলীপ কুমারকে গাইতে দেখা যাচ্ছে এবং পাশেই দাঁড়িয়ে থাকা কিশোর কুমার তাকে বাহবা জানাচ্ছেন।
ছবিটি শেয়ার করে সায়রা বানু লিখেছেন, “কিশোর কুমারকে তার জন্মবার্ষিকীতে স্মরণ করছি, যিনি সাহেব এবং আমাকে স্মরণীয় কিছু সুর উপহার দিয়েছিলেন। আমাদের হৃদয়ে গেঁথে আছে সে সুরগুলো। তার সাথে ‘সগিনা’ ও ‘পাড়োসান’ এর মতো জনপ্রিয় কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছি আমরা, যা এক আনন্দঘন অভিজ্ঞতা ছিল।”
বড় ভাই অশোক কুমার ছিলেন হিন্দি সিনেমার এক খ্যাতিমান পুরুষ। অশোক কুমারের অনুপ্রেরণাতেই কিশোর এগিয়ে গেছেন।
কেবল বাংলা বা হিন্দি নয়, কিশোর মারাঠি, গুজরাটি, অহমিয়া, মালয়ালম, ওড়িয়া, ভোজপুরি ও কন্নড় ভাষাতে গেয়েছেন অজস্র গান। করেছেন সিনেমাও। তবে সিনেমায় তার অভিনীত বেশিরভাগ চরিত্রই ছিল কমেডি ধাঁচের।
গায়ক এবং অভিনেতা ছাড়াও চিত্রনাটকার, পরিচালক, প্রয়োজক এবং সুরকার হিসেবে কিশোর কুমারকে পেয়েছে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি।