কালো রঙয়ের পোশাক পরা আলিয়ার হাতে দেখা গেছে ‘গুচি জ্যাকি ১৯৬১’ বিশেষ সংস্করণের একটি ছোট্ট স্বচ্ছ ব্যাগ।
Published : 19 May 2023, 03:20 PM
তারকারা যে কখন কোন কারণে সোশাল মিডিয়ায় কটাক্ষের শিকার হবেন, তা আগেভাগে বলা মুশকিল। এবার হাতের ভ্যানিটিব্যাগ নিয়ে নেট দুনিয়ায় ‘ট্রলের’ শিকার হয়েছেন বলিউড নায়িকা আলিয়া ভাট।
ভারতের সিনে পোর্টাল বলিউড শাদিস ডটকম জানিয়েছে, কাপুর পরিবারের পুত্রবধূ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গিয়েছিলেন গুচির প্রচার দূত হয়ে। সেখানে গুচির ‘ক্রুজ ফ্যাশন শো’তে অংশ নেন তিনি।
সেখানে আলিয়ার হাতের ব্যাগটি নিয়ে আলোচনা চলছে সোশাল মিডিয়ায়। কালো রঙয়ের পোশাক পরা আলিয়ার হাতে দেখা যায় ‘গুচি জ্যাকি ১৯৬১’ বিশেষ এডিশনের একটি স্বচ্ছ ছোট্ট ব্যাগ। যে ব্যাগের ভেতরে আসলে কিছু ছিল না।
ইনস্টাগ্রামে ব্যাগ হাতে ছবি পোস্ট করে আলিয়া লিখেছেন, “হ্যাঁ ব্যাগটি ফাঁকাই ছিল’।
সেই ছবি দেখে শুরু হয় সমালোচনা।
একজনের মন্তব্য, ‘তার মাথার অবস্থাও ছবির মতই’।
‘খালি ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানোর অর্থ কি’ এই কথা লিখেছেন একজন।
আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘হাতে ব্যাগ না পানির বোতল। নারীরা তো প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখতেই পার্স ব্যবহার করেন, হাতে খালি ব্যাগ কেন তাহলে?”
আলিয়াকে সিনেমার পর্দায় শেষ দেখা গিয়েছে গতবছর স্বামী রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’তে।
শিগগিরই হলিউডে ঢুকছেন আলিয়া। নেটফ্লিক্সে মুক্তি পাবে এই নায়িকার সিনেমা ‘হার্ট অব স্টোন’। এছাড়া বলিউডে আলিয়ার আগামীর সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। করণ জোহরের এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৮ জুলাই।
ফিল্মফেয়ারে ‘গাঙ্গুবাইয়ের’ জয়জয়কার, সেরা অভিনেত্রী আলিয়া