ফিল্মফেয়ারে ‘গাঙ্গুবাইয়ের’ জয়জয়কার, সেরা অভিনেত্রী আলিয়া

আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2023, 07:21 AM
Updated : 28 April 2023, 07:21 AM

যে সিনেমাকে তার গল্প ও নাম নিয়ে মুক্তির দুদিন আগেও মামলা মোকদ্দমায় জেরবার হতে হয়েছিল, সেই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জয়জয়কার এবারের হুন্দাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে।

সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা পরিচালকসহ ১০ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নির্মাতা সঞ্জয়লীলা বানসালির এ সিনেমা। আর গাঙ্গুবাই চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নায়িকা আলিয়া ভাট।

এছাড়া সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা এবং সেরা গল্পসহ পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ভূমি পেডকেনকরের ‘বাধাই দো’ সিনেমাটি।

ফিল্মফেয়ারের এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে।

আর সেরা গায়ক, গীতিকার এবং সেরা অ্যালমাবের পুরস্কার জিতে নিয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার জমাকলো সন্ধ্যায় মুম্বাইয়ের ‘জিও ওয়ার্ল্ড কনভেনশস সেন্টারে’ পুরস্কার ঘোষণা করা হয়। সঞ্চালনা করেন তারকা সালমান খান।

অনুষ্ঠানে রেড কার্পেটে হেঁটে আলো ছড়িয়েছেন আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, নোরা ফাতেহি, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, টাইগার শ্রফসহ হালের নায়ক-নায়িকারা। ছিলেন রেখা, অনিল কাপুরের মত বর্ষীয়ানরাও।

এছাড়া নাচে-গানে পারফর্ম করে অনুষ্ঠান মাতিয়ে তোলেন, ভিকি কৌশল, টাগার, জাহ্নবী এবং জ্যাকুলিন ফার্নান্দেজের মত তারাকারা।

ফিল্মফেয়ার পেলেন যারা

সেরা চলচ্চিত্র: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি।

সেরা চলচ্চিত্র (সমালোচক পুরস্কার): বাধাই দো।

সেরা অভিনেতা: রাজকুমার রাও (বাধাই দো)।

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)।

সেরা অভিনেতা (সমালোচক পুরস্কার): সঞ্জয় মিশ্র (ভাধ)।

সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার): ভূমি পেডনেকর (বাধাই দো), টাবু (ভুল ভুলাইয়া ২)।

সেরা পরিচালক: সঞ্জয় লীলা বানসালি (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)।

সেরা পার্শ্ব অভিনেতা: অনিল কাপুর (যুগ যুগ জিও)।

সেরা পার্শ্ব অভিনেত্রী: শিবা চাড্ডা (বাধাই দো)

সেরা মিউজিক অ্যালবাম: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

সেরা সংলাপ: প্রকাশ কাপাডিয়া এবং উৎকর্ষিণী (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)

সেরা চিত্রনাট্য: অক্ষত ঘিলদিয়াল, সুমন অধিকারী ও হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো)

সেরা গল্প: অক্ষত ঘিলদিয়াল, সুমন অধিকারী (বাধাই দো)

সেরা নবাগত (পুরুষ): অংকুশ গেদাম (ঝুন্ড)

সেরা নবাগত (নারী): আন্দ্রেয়া কেভিচুসা (আনিক)

সেরা নবাগত পরিচালক: জসপাল সিং সান্ধু এবং রাজীব বার্নওয়াল (ভাধ)

আজীবন সম্মাননা: প্রেম চোপড়া

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (কেশরিয়া, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

সেরা গায়ক: অরিজিৎ সিং (কেসারিয়া, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

সেরা গায়িকা: কবিতা শেঠ (যুগ যুগ জিও)

আরডি বর্মন পুরুস্কর, মিউজিক ট্যালেন্ট: জাহ্নবী শ্রীমংকর (ঢোলিডা, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা ভিএফএক্স: ডিএনইজি এবং ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা

সেরা সম্পাদনা: নিনাদ খানোলকার (অ্যাকশন হিরো)

সেরা কস্টিউম ডিজাইন: শীতল শর্মা (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী ও অমিত রায় (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা সাউন্ড ডিজাইন: বিশ্বদীপ দীপক চ্যাটার্জী (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক: সঞ্চিত বলহারা এবং অঙ্কিত বলহারা (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা কোরিওগ্রাফি: ক্রুতি মহেশ (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা সিনেমাটোগ্রাফি: সুদীপ চ্যাটার্জি (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা অ্যাকশন: পারভেজ শেখ (বিক্রম ভেদা)