শচীন কন্যা ও সাইফ কন্যাকে নিয়ে শুবমান গিলের প্রেমের গুঞ্জন।
Published : 04 Nov 2023, 12:58 PM
ভারতীয় ক্রিকেটার শুবমান গিলকে ঘিরে মাঝেমধ্যে শোনা যায় প্রেমের গুঞ্জন। আর সেই গুঞ্জনে 'প্রেমিকা' হিসেবে নাম এসেছে মুম্বাইয়ের দুই ‘সারার’। একজন হলেন বলিউডি তারকা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। আর দ্বিতীয়জন হলেন ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার।
ভারতীয় ক্রিকেট দলের এক সময়ের অধিনায়ক মনসুর আলী খান পতৌদির নাতনি সারার সঙ্গে গিলের প্রেমের খবর প্রথমে চাউর হয় চলতি বছরের জানুয়ারিতে। ওই সময়ে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। নির্মাতা-প্রযোজক করণ জোহর সারা-গিলের সেই প্রেমের বিষয়টি নিশ্চিত করলেও তাতে সারার মন্তব্য পাওয়া যায়নি।
আরও শোনা গিয়েছিল শচীনের মেয়ে সারার সঙ্গে গিলের প্রেম নাকি ভেঙেছে বলেই সাইফ কন্যা সারাকে মন দিয়েছেন এই তরুণ ক্রিকেটার।
আবার মে মাসে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে, সোশ্যাল মিডিয়ায় সাইফ কন্যা সারা ও গিল দুজন দুজনকে ‘আনফলো’ করে দিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস দিচ্ছে নতুন খবর। সেটি হল ক্রিকেট বিশ্বকাপে ভারতের কোনো একটি ম্যাচে খেলা দেখতে গিয়েছিলেন শচীন তনয়া সারা টেন্ডুলকার।
সেদিন গিলের খেলায় শচীনের মেয়ে সারার মুখের আনন্দের অভিব্যক্তি ধরা পড়ে আলোকচিত্রীদের ক্যামেরায়।
এছাড়া কিছুদিন আগে মুম্বাইয়ের এক অনুষ্ঠানেও গিল ও শচীনের মেয়েকে একসঙ্গে দেখা যায়।
অনুষ্ঠানের সেই ছবি ও গ্যালারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে নেট দুনিয়ার মানুষদের কৌতুহল জেগেছে, তবে কি সাইফ কন্যার বিদায় হয়েছে গিলের জীবন থেকে?
ক্রিকেট বিশ্বকাপ শুরু হলে সারা বেরিয়েছিলেন তীর্থযাত্রায়। এই ঘটনাকে অনেকে আবার গিলের সঙ্গে প্রেমের বিচ্ছেদের সঙ্গে মিলিয়ে বলছেন, মন ভেঙে যাওয়ার সারা আর শহরে থাকতে পারেননি।
২০১৮ সালে 'কেদারনাথ' দিয়ে বলিউড ক্যারিয়ার শুরু হয় সারার। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সেই সিনেমা মোটামুটি ব্যবসা করেছিল। পরের সিনেমা 'সিম্বা' হিট হলেও তারপর বলার মতো উল্লেখযোগ্য সিনেমা ছিল না অভিনেত্রীর। 'কুলি নাম্বার ওয়ান', 'অ্যাতরঙ্গি রে', 'গ্যাসলাইট' সিনেমাগুলো ওটিটিতে মুক্তি পায়। কোনোটিই সেভাবে সাড়া জাগাতে পারেনি।
দীর্ঘ বিরতির পর তার সিনেমা 'জারা হাটকে জারা বাঁচকে' মুক্তি পায় গত ২ জুন। প্রথম দিকে ধীরগতির শুরু হলেও পরে সিনেমাটি ভালোই ব্যবসা করে।
শেষ সিনেমা ভালো ব্যবসা করায় সারাকে নিয়ে কাজ করতে অনেক প্রযোজক-পরিচালক আগ্রহী হয়ে উঠেছেন।
এরইমধ্যে এই অভিনেত্রী জানিয়েছেন, আর কোনো রিমেক সিনেমায় অভিনয় করবেন না তিনি।
শুবমান গিলে মজেছেন সারা আলী খান?