ক্রিকেটার আর অভিনেত্রী কি তবে বিচ্ছেদের পথে, প্রশ্ন সবার।
Published : 27 May 2023, 03:12 PM
টাইগার পতৌদির নাতনি সারা আলী খান এবং ক্রিকেটার শুবমান গিলকে একসঙ্গে এই দেখা যায় সিনেমা সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানে; তাদের ইনস্টাগ্রাম রঙিন হয়ে ওঠে দুজনের ঘুরে বেড়ানোর ছবি বা ভিডিওতে।
চলতি বছর শুরু হয়েছিল সেভাবেই। হঠাৎ দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সারা ও গিল দুজন দুজনকে ‘আনফলো’ করে দিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুজনের ‘আনফলো’র বিষয়টি সামনে আসতে তাদের ভক্ত অনুরাগীরা কপালে ভাঁজ ফেলে ভাবছেন, হলটা কী দুজনের?
তবে কি ‘আনফলো’ করে ক্রিকেটার আর অভিনেত্রী বিচ্ছেদের ঘোষণা দিলেন, এমন প্রশ্নও আসছে।
এর আগে গুঞ্জন উঠেছিল ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে প্রেম করছেন গিল। পরে শোনা যায়, তাদের সেই প্রেম ভেঙেছে।
ভারতীয় ক্রিকেট দলের এক সময়ের অধিনায়ক মনসুর আলী খান পতৌদির নাতনি সারার সঙ্গে গিলের প্রেমের খবর প্রথমে চাউর হয় চলতি বছরের জানুয়ারিতে। ওই সময়ে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল।
Sara & Shubman Gill spotted together in Hotel & flight ???? pic.twitter.com/AjVBCOaOTW
— Cricpedia. (@_Cricpedia) October 13, 2022
কিছুদিন আগে নির্মাতা-প্রযোজক করণ জোহর সারা-গিলের সেই প্রেমের বিষয়টি নিশ্চিত করলেও তাতে সারার মন্তব্য পাওয়া যায়নি।
এসবের মধ্যেই গত ফেব্রুয়ারিতে ‘ভালবাসা দিবসে’ সারাকে পাওয়া যায় তার প্রাক্তন প্রেমিক কার্তিক আরিয়ানের সঙ্গে।
২০২০ সালে ‘লাভ আজ কাল’ সিনেমার সেটে যারা (আরিয়ান-সারা) প্রেম শুরু হলেও সিনেমা মুক্তির আগেই বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তারা। তবে দুজনের কেউই প্রেম বা বিচ্ছেদ নিয়ে কোনো কথা বলেননি কখনও।
এদিকে সারার আগামী সিনেমা ‘জারা হাটকে জারা বাঁচকে’, যেখানে তার নায়ক ভিকি কৌশল । নির্মাতা জুটি শচীন-জিগর পরিচালিত ‘বিয়ে-সংসার-তালাক’ এবং ফের বিয়ের গল্প বলা এই সিনেমা মুক্তি পাবে ২ জুন।