ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের সাথে সারার প্রেমের গুঞ্জনের মধ্যেই নায়ক কার্তিক আরিয়ানের সাথে এই নায়িকার সম্পর্ক জোড়া লাগার ফিসফাস চলছে।
Published : 10 Feb 2023, 04:19 PM
প্রেমে ইতি টানার তিন বছরের মধ্যেই ‘প্রেম নিবেদন দিবসে’ একসাথে দেখা গেল সারা আলী খান ও কার্তিক আরিয়ানকে। আর সেই থেকে ভক্তরা ভাবছেন, প্রেম বুঝি জোড়া লেগে গেল আবার!
২০২০ সালে ‘লাভ আজ কাল’ সিনেমার সেটে বলিউডের হালের দুই নায়ক-নায়িকার প্রেম শুরু হলেও সিনেমা মুক্তির আগেই বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তারা। তবে দুজনের কেউই প্রেম বা বিচ্ছেদ নিয়ে কোনো কথা বলেননি কখনও।
টাইমস অব ইন্ডিয়া বলছে, সারা আর কার্তিককে নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি ছবি। রাজস্থানের উদয়পুরে বুধবার ‘প্রেম নিবেদন দিবসে’ ছবিটি তোলা হয়েছে। তাতে দেখা যাচ্ছে কার্তিক-সারা গল্প করছেন হাসিমুখে।
ইনস্টাগ্রামে সারা নিজেই পোস্ট করেছিলেন সেই ছবি। এরপর ছবিটি ভাইরাল হতে যেমন সময় নেয়নি, তেমনি দুজনের প্রেমের ‘গুঞ্জন’ ছড়াতেও দেরি হয়নি।
ভাইরাল হওয়া ছবিতে কার্তিককে সাদা টিশার্টের ওপর কালো-সাদা চেক শার্ট আর সানগ্লাসে দেখা গেছে। আর সারা পরেছেন সাদা ক্রপটপ।
এক ভক্ত লিখেছেন, “আমার মনে হয় ওদের ঝগড়া মিটিয়ে একে-অপরের কাছে ফিরে আসা উচিত। দেখলেই মনে হয় ওরা একে অপরের জন্য।
আরেকজন বলেছেন, “ওরা একে-অপরের সঙ্গে কত কমফোর্টেবল। কিছু কিছু সম্পর্ক বোধহয় এরকমই হয়।”
শুবমান গিলে মজেছেন সারা আলী খান?
‘শাহরুখের সম্মানে’ শেহজাদা মুক্তি পিছিয়ে দিলেন কার্তিক
সারা ছবি প্রকাশ করার একদিন পরেই উদয়পুরের লেকসাইডের একটি ছবি ও নৌকা ভ্রমণের ভিডিও শেয়ার করেছেন কার্তিক। আর তাতে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আমন্ত্রিত অতিথি হিসেবে সারা-কার্তিক রাজস্থানে গিয়েছিলেন বলে অনেকেই ধারণা করছেন।
মাসকয়েক আগে এক সাক্ষাৎকারে প্রেম-বিয়ে প্রসঙ্গ উঠে এলে কার্তিক বলেন, “আমার মা চায় আমি আগামী ৩-৪ বছর মন দিয়ে কাজ করি। আমারও সব ফোকাস এখন ক্যারিয়ারে। কপাল ভালো, পরিবারের পক্ষ থেকে কোনো চাপ নেই আমার উপরে বিয়ে নিয়ে। তবে হ্যাঁ, জীবনে ভালোবাসার জায়গা অবশ্যই আছে।”
ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের সাথেও সারার প্রেমের গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে বছরের শুরু থেকে। কিছুদিন আগে সেই গুঞ্জনে ‘হাওয়া দিয়ে’ সামনে আসে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও, যেখানে একই হোটেল থেকে দুজনকে বেরিয়ে আসতে দেখা যায়।
ওই ভিডিও দেখার পর প্রেমের ক্ষেত্রে ‘বলিউড ও ক্রিকেট’ যে দারুণ জুটি, সেই বিষয়টি আবারও সামনে এনেছেন ভক্ত-অনুরাগীরা।
সারার সর্বশেষ সিনেমা ‘আতরঙ্গি রে’ মুক্তি পায় ২০২১ সালে। আগামীতে এই নায়িকাকে টাইগার শ্রফের বিপরীতে 'মিশন ঈগল'-এ দেখবেন দর্শকেরা। চলতি বছরে মোট চারটি সিনেমা নিয়ে বড় পর্দায় আসছে সাইফ কন্যা।
অন্যদিকে কৃতি শ্যাননের বিপরীতে ‘শাহজাদা’ সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন কার্তিক। কিছুদিন আগে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা মুক্তির পর পছন্দের নায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শেহজাদা’ মুক্তির তারিখ পিছিয়ে দেন কার্তিক।
এই সিনেমাটি দিয়ে প্রথমবারের মত প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন এই নায়ক। সিনেমাটি হলে আসছে আগামী ১৭ ফেব্রুয়ারি।