এর আগে বিটিএসের সঙ্গে দেশ-বিদেশের বহু কনসার্টে জাংকুক গান গাইলেও ১৪ জুলাইয়ে প্রথম একা মঞ্চে উঠতে চলেছেন।
Published : 09 Jul 2023, 01:35 PM
এক দিনে দুটি ঘটনা ঘটাতে চলেছেন কোরীয় ব্যান্ড ‘বিটিএস’ এর সদস্য জাংকুক। ক্যারিয়ারে প্রথম একক গান প্রকাশের দিনই নিউ ইয়র্কে কনসার্ট সিরিজে আসছেন তিনি।
কোরিয়া টাইমস জানিয়েছে, ‘সেভেন’ শিরোনামের গানটি ‘বিটিএস’ এর এজেন্সি বিগহিট মিউজিক প্রকাশ করবে আগামী ১৪ জুলাই। সেদিনই নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ‘গুড মর্নিং আমেরিকা’ শিরোনামে গ্রীষ্মকালীন কনসার্ট সিরিজটির উদ্বোধন হবে জাংকুকের একক গানটি দিয়ে।
এর আগে বিটিএসের সঙ্গে দেশ-বিদেশের বহু কনসার্টে জাংকুক গান গাইলেও ১৪ জুলাইয়ে প্রথম একা মঞ্চে উঠতে চলেছেন।
জাংকুক ছাড়াও কনসার্টের এই সিরিজে পারফর্ম করা শিল্পী এবং দলের মধ্যে রয়েছে ফিৎজ অ্যান্ড দ্যা ট্যানট্রামস, কার্লি রে জেপসেন, রেমি মা, ফ্যাট জো, হোজিয়ার, টিম ম্যাকগ্রা এবং স্যাম হান্টসহ আরও অনেকে।
Introducing @GMA’s Summer Concert Series! https://t.co/aEFIgFrMbB
— Good Morning America (@GMA) July 7, 2023
Jung Kook of @bts_bighit@FitzAndTantrums@carlyraejepsen@fatjoe & @RealRemyMa & @BustaRhymes@Hozier@TheTimMcGraw@SamHuntMusic pic.twitter.com/6f9mg77fS8
বিটিএস এর এজেন্সি বিগহিট মিউজিক বলছে, জাংকুকের প্রথম একক গানটি হবে প্রকৃতি নির্ভর। এরইমধ্যে গানটির একটি ডিজিটাল পোস্টার শেয়ার করেছে বিগহিট মিউজিক।
গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন এই ব্যান্ডের সদস্যেরা। বিরতির মধ্যে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান আসে। বিটিএসের ষষ্ঠ সদস্য হিসেবে এবার একক গান নিয়ে আসছেন জাংকুক।
গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়ান এই তারকা।
গত জুনে এক দশক পূর্ণ করেছে বিটিএস। দশম বার্ষিকীতে ‘টেক টু’ শিরোনামে একটি গান প্রকাশ করে এই ব্যান্ড।
ব্যান্ডের সদস্য সুগার প্রযোজনায় ওই গানে সুর করেছেন জে-হোপ এবং আরএম।
পুরনো খবর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিউলে লাখো বিটিএস ভক্ত
দশম বার্ষিকীতে বিটিএস এর নতুন গান
‘লেফট-রাইট’ করতে যাচ্ছেন বিটিএস সদস্যরা