Published : 12 Jun 2023, 01:52 PM
কথা ছিল সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে গান গাওয়ার। কিন্তু প্রথমে তিনি একটি বালিশ দেখালেন, তারপর ঘুমিয়েও গেলেন! আর সেই ঘুমন্ত শিল্পীকেই টানা ২১ মিনিট ধরে দেখলেন প্রায় ৬০ লাখ দর্শক।
এই ‘অভূতপূর্ব’ কাজটি করেছেন বিশ্বজুড়ে সাড়া তোলা কোরিয় ব্যান্ড ‘বিটিএস’র সদস্য জাংকুক। লাইভ চলার মধ্যে জাংকুকের ঘুমিয়ে পড়ার সেই ভিডিও আবার ভাইরাল হয়েছে টুইটারে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাংকুক যখন লাইভে আসেন, তখন কোরিয়ায় স্থানীয় সময় সকাল সাতটা। আর জাংকুক সেই সময়ে ক্যামেরার দিকে তাকিয়ে বিছানায় শুয়েই ছিলেন। কারণ রাতটি না ঘুমিয়েই কাটিয়েছিলেন তিনি।
তরুণ এই বিটিএস তারকা বলেন, “যদি আমি ঘুমিয়ে যাই, স্ট্রিমিং কোম্পানি কিন্তু পাগল হয়ে যাবে।”
এর পর জাংকুক তার কালো বালিশটি দেখান এবং পরমুহূর্তেই ঘুমিয়ে যান।
লাইভটি এরপরও ২১ মিনিট ধরে চলে। সে সময় প্রায় ৬০ লাখ দর্শক গান শোনার বদলে ঘুমন্ত শিল্পীকে দেখেন।
A cute summary of Jungkook’s Weverse live today ???? pic.twitter.com/ClYzDtCGKc
— ????????????????∞⁷???? (@_RapperJK) June 12, 2023
ছড়িয়ে পড়া ভিডিও দেখে অসংখ্য মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।
একজন লিখেছেন, “আমরাও জাংকুকের সঙ্গে তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়েছিলাম। জাংকুক তোমাকে ভালোবাসি।”
আরেকজন লিখেছেন, “জাংকুক সবসময় আমার কাছে স্বস্তির মানুষ হয়ে থাকবেন।”
২০১৩ সালে যাত্রা শুরু করে বিটিএস। দশমবার্ষিকীতে এসে গত ৯ জুন ‘টেক টু’ শিরোনামে নতুন গান প্রকাশ করে তারা। ভক্তশ্রোতাদের বেশিরভাগের ভাষ্য, গানটি ‘মাস্টারপিস’।