কথাই ছিল দশম বার্ষিকীতে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নতুন গান আনছে বিশ্বজুড়ে সাড়া ফেলা কোরীয় ব্যান্ড দল বিটিএস। যে কথা সে কাজ- ‘টেক টু’ গান প্রকাশ করেছে তারা। এরপরের ঘটনা হল ইউটিউব, স্পটিফাইসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে হুমড়ি খেয়ে পড়েছেন কে-পপ ভক্তরা। প্রকাশের পর গত ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ৭৭ লাখের বেশিবার গানটি দেখা হয়েছে ইউটিউবে, লাখ লাখ মন্তব্য জমা পড়েছে কমেন্ট বক্সে। ভক্তশ্রোতাদের বেশিরভাগের ভাষ্য, গানটি ‘মাস্টারপিস’। ব্যান্ডের সদস্য সুগা গানের প্রযোজনায় এ গানে সুর করেছেন জে-হোপ এবং আরএম। এছাড়া সব সদস্য মিলে গানটি গেয়েছেন। এর আগে গত বছরের জুনে ‘ইয়েট টু কাম’ নামে একটি গান প্রকাশ করেছিল ব্যান্ডটি।
Published : 10 Jun 2023, 04:26 PM