হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জ্যাকুলিনের মা।
Published : 06 Apr 2025, 04:44 PM
হিন্দি সিনেমার অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ মারা গেছেন।
রোববার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে এই অভিনেত্রীর মায়ের মৃত্যু হয়েছে বলে লিখেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কিমকে ভর্তি করা হয়েছিল এই হাসপাতালে। সেখানে আইসিইউতে ছিলেন তিনি। মায়ের অসুস্থতার পর দেখাশোনা করার জন্য হাসপাতালে মায়ের পাশে ছিলেন জ্যাকুলিন।
এর মধ্যে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও, মায়ের অসুস্থতার জন্য সেই অনুষ্ঠান বাতিল করেন জ্যাকুলিন।
কিম ফার্নান্দেজ ছিলেন মালয়েশিয়ান ও কানাডিয়ান বংশোদ্ভূত। বাহরাইনে আশির দশকে তিনি যখন বিমানবালা হিসেবে কাজ করতেন, সে সময় তার পরিচয় হয় শ্রীলঙ্কার নাগরিক এলরয় ফার্নান্দেজের সঙ্গে। এরপর তারা বিয়ে করেন। এই দম্পতির চার সন্তান, তাদের মধ্যে জ্যাকুলিন বড়।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে জ্যাকুলিন বলেছিলেন, মা তার কাজে সবচেয়ে বেশি সমর্থন জানিয়েছেন।
মায়ের মৃত্যুতে জ্যাকুলিনের সহকর্মী ও ভক্তরা শোক জানিয়ে তাকে সমবেদনা জানিয়েছেন সোশাল মিডিয়ায়।