“ট্রলারের ভেতরে থাকা জাটকা পাচারকারীরা হঠাৎ ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়।”
Published : 08 Apr 2025, 04:13 PM
বরিশালের জাটকা বিরোধী নিয়মিত টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪ মণ জাটকাসহ ৫ জাটকা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোরে মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর ও গজারিয়া নদীর মিলনস্থানে বাখরজা, লালবয়া ও মালদ্বীপ চরের মাঝামাঝি এলাকায় এ মামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বরিশালের কাজীরহাট থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেছেন বলে তিনি জানিয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে কাজীরহাট থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের এ মামলায় আসামি হিসেবে দেখিয়ে আদালতে পাঠানো হবে।
আহত আনসার সদস্য মো. সাইফুল ইসলামকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটকরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের ফুলচড়ি গ্রামের আ. বারেক হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম, চরলতা গ্রামের হাশেম বেপারী ছেলে আবুল কালাম, দড়িরচর খাজুরিয়া গ্রামের মো. নাঈম, একই গ্রামের জয়নাল মাতুব্বরের ছেলে আজিজুল ইসলাম ও চরহোগলা গ্রামের কামাল ফরাজীর ছেলে শাহীন ফরাজী।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, “জাটকা রক্ষায় আনসার সদস্যদের নিয়ে টহল দিচ্ছিলেন মৎস্য দপ্তরের দল। অভিযানে অংশ নেওয়া দলটি একটি ট্রলারকে থামতে ইশারা করেছিল। এ সময় ট্রলারের ভেতরে থাকা জাটকা পাচারকারীরা হঠাৎ ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়।
“এতে আনসার সদস্য সাইফুল আহত হয়। পরে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”
এ ঘটনার পর ১৪টি ড্রামে ভর্তি ১৪ মণ জাটকাসহ ৫ ব্যবসায়ীকে আটক করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা।