দশম বার্ষিকীতে বিটিএস এর নতুন গান

আগামী ৯ জুন বিটিএস এর দশম বার্ষিকীতে প্রকাশ হবে ‘টেক টু’ শিরোনামের গানটি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2023, 07:06 AM
Updated : 2 June 2023, 07:06 AM

দেখতে দেখতে এক দশক পাড়ি দিল বিশ্বজুড়ে সাড়া ফেলা কোরীয় ব্যান্ড দল ‘বিটিএস’। দশম বার্ষিকীতে ‘ডিজিটাল’ প্ল্যাটফর্মের জন্য নতুন গান আনছে দলটি।

সিএনএন জানিয়েছে, আগামী ৯ জুন ব্যান্ডের বার্ষিকীতে প্রকাশ হবে ‘টেক টু’ শিরোনামের গানটি।

ব্যান্ডের সদস্য সুগা গানের প্রযোজনায় এ গানে সুর করেছেন জে-হোপ এবং আরএম । এছাড়া সব সদস্য মিলে গানটি গেয়েছেন।

এর আগে গত বছরের জুনে ‘ইয়েট টু কাম’ নামে একটি গান প্রকাশ করেছিল ব্যান্ডটি।

এত বছর ধরে পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বিটিএস। সম্প্রতি একটি ক্যালেন্ডারও প্রকাশ করেছে তারা।

এছাড়া বিভিন্ন সময় দলের নানা ঘটনা মনে করিয়ে দিতে আগামী ১৭ জুন পর্যন্ত বিটিএস তাদের শ্রোতাভক্তদের জন্য পুরনো অ্যালবামের গান ও সদস্যদের ছবি, নানা সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবে।

১৭ জুন সিউলে ‘বিটিএস ফেস্ট’ এর আয়োজন করা হয়েছে। সেই উৎসবে বিটিএসকে সামনাসামনি গান গাইতে দেখবেন দর্শকরা।

২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিটিএস। এরপর দলের সদস্যরা একক গানের অ্যালবামে মনোযোগী হয়ে ওঠে। চলতি বছরের মার্চে বিটিএস অন্যতম সদস্য জিমিনের প্রথম একক অ্যালবাম ‘ফেইস’ মুক্তি পায়।

জিমিন ছাড়াও ব্যান্ডটির বেশ কয়েকজন সদস্যের একক অ্যালবাম রয়েছে। যার মধ্যে জেহোপের ‘জ্যাক ইন দ্য বক্স’, আরএমের ‘ইন্ডিগো’ এবং জিনের ‘দ্য অ্যাস্ট্রোনট’ আলোচনায় আসে।