’আদিপুরুষ’ এ ‘আপত্তিকর’ সংলাপ বদলানোর ব্যবস্থা নিচ্ছে ভারত।
Published : 20 Jun 2023, 12:18 PM
আলোচিত ‘আদিপুরুষ’ সিনেমায় সীতাকে ‘ভারত কন্যা’ বলায় নেপালে সব ভারতীয় ছবির প্রদর্শন ও মুক্তি নিষিদ্ধ করায় টনক নড়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা টি-সিরিজ এবং ভারত সরাকরের।
নেপালের রাজধানী কাঠমাণ্ডুর মেয়র এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছে ‘ক্ষমা’ চেয়ে চিঠি পাঠিয়েছে প্রযোজনা সংস্থাটি।
এছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, দর্শকের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে দেওয়া হবে না। ‘আপত্তিকর’ সংলাপ বদলানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ভুলের দায় স্বীকার করে সংলাপ লেখক মনোজ মুনতাসির শুক্লা জানিয়েছেন, যে পাঁচটি সংলাপ নিয়ে আপত্তি উঠেছে সেগুলো শুধরে দেওয়া হবে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহ ও সেন্সর বোর্ডকে পাঠানো চিঠিতে টি-সিরিজ বলেছে, “যদি কোনোভাবে নেপালের জনগণের অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য শুরুতেই ক্ষমা চাইছি। কোনো ধরনের বিভেদ তৈরি করা আমাদের অভিপ্রায় নয়।”
“চলচ্চিত্রে সীতার জন্মস্থানের কথাও উল্লেখ করা হয়নি। যে সংলাপটি নিয়ে আপত্তি উঠেছে, সেই সংলাপে নারীদের, বিশেষ করে ভারতীয় নারীদের মর্যাদা আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ-সেটা বোঝানো হয়েছে। আমরা আপনাদের সিনেমাটি দেখার অনুরোধ করছি এবং এই সিনেমার শিল্প সত্তাকে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
নেপালের অভিযোগ
হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়লাম ভাষায় শুক্রবার মুক্তি পায় ওম রাউত পরিচালিত রাম-রাবণ-সীতার এই সিনেমা। মুক্তির পর থেকে নেপালের প্রেক্ষাগৃহে ‘আদিপুরুষ’ চলেছে এবং সব প্রেক্ষাগৃহই ছিল দর্শকে পূর্ণ।
কিন্তু রোববার খবর আসে দেশটিতে কেবল ‘আদিপুরুষ’ নয়, সব হলে ভারতীয় সিনেমা মুক্তি ও প্রদর্শনের উপরে নিষেধাজ্ঞা এনেছে নেপাল।
সীতাকে ‘ভারতীয় কন্যা’ বলে যে সংলাপটি ‘আদিপুরুষ’ সিনেমায় ব্যবহার করা হয়েছে, নেপালের সেন্সর বোর্ড এ বিষয়ে আগেই তাদের আপত্তি জানিয়েছিল। তাদের দাবি সীতার জন্ম ভারতে নয়, নেপালের জনকপুরে।
নেপাল সরকার বলছে, ‘আদিপুরুষ’ এ সীতার জন্মভূমি নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে, সেটা যতদিন না বদলানো হচ্ছে, ততদিন কোনো ভারতীয় সিনেমা চলবে না।
কাঠমান্ডুর মেয়র বালেন শাহ এক টুইটে বলেন, “সীতাকে ভারতের কন্যা অভিহিত করে সংলাপ আছে আদিপুরুষে। জানকী (সীতা) সম্পর্কিত ভারতীয় সিনেমার এই তথ্য সর্বৈব মিথ্যা।“
বালেন শাহ টু্ইটারে পোস্টে রোববার আনুষ্ঠানিক এক ঘোষণায় বলেছিলেন, সোমবার থেকে নেপালের ১৭টি হলে আদিপুরুষসহ আর কোনো ভারতীয় সিনেমা মুক্তি পাবে না। আর যেসব সিনেমা চলছিল সেগুলোর প্রদর্শনও বন্ধ থাকবে।
এই নির্দেশনা দিয়ে বালেন শাহ হল মালিকদের চিঠি পাঠান এবং সোশ্যাল মিডিয়ায় ‘আদিপুরুষ’ সিনেমার সংলাপ পরিবর্তনেরও দাবি জানান।
সোমবার বালেন বলেন, “লক্ষ্য করেছি ‘আদিপুরুষ’ সিনেমা থেকে ‘আপত্তিকর’ সংলাপ সরানো হয়নি। ‘সীতা মাতা ভারতের কন্যা’ এই সংলাপটা সরাতে বলেছিলাম। সিনেমার এই সংলাপ না সরিয়ে প্রদর্শন করলে আমাদের রাষ্ট্রের আর সংস্কৃতির অপূরণীয় ক্ষতি হবে।
ভারত কি করবে
মুক্তির আগে এবং পরেও এই সিনেমাকে ঘিরে অভিযোগ একটাই ‘হিন্দুধর্মের ভাবাবেগকে আঘাত করেছে আদিপুরুষের কাহিনী’। এমনকি সিনেমা থেকে কিছু দৃশ্য বাদ দেওয়ার দাবি জানিয়ে দিল্লি হাই কোর্টে আর্জি জানায় হিন্দু সেনার দল।
সিনেমায় হনুমানের মুখের সংলাপ শুনে অনেকেই অবাক হয়েছেন, কেউ কেউ দারুণ চটে বলেছেন, চলতি ভাষা বসিয়ে পরিচালক ওম রাউত সিনেমাটিকে পথে বসাতে চাইছেন।
এছাড়া ‘গত বছর সিনেমার টিজার প্রকাশের পরও সে হিন্দু দেব-দেবীদের ‘ভুলভাবে’ উপস্থাপন এবং বিকৃত রূপে দেখানো হয়েছে বলে সর্ব ব্রাহ্মণ মহাসভা অভিযোগ তুলেছিল। অভিযোগ ছিল রাবণ চরিত্র করা সাইফের ‘লুক’ নিয়ে। এছাড়া টিজারে কারিগরি বিষয়গুলোও অনেক ভক্তের পছন্দ হয়নি। এমনকি বাদ যাননি রাম চরিত্র করা ‘বাহুবলী’ খ্যাত নায়ক প্রভাসও। নিন্দুকদের ভাষ্য ছিল, ‘প্রভাসের চেহারা রাম নয়, কর্ণের মত’। সমালোচনার ঝড় বয়ে গেছে সিনেমার ‘ভিএফএক্স’ ঘিরেও।
কিন্তু এত এত অভিযোগ, মামলার পরেও ‘আদিপুরুষ’ টিম চুপচাপই ছিল। নেপালের সিনেমা বন্ধের সিদ্ধান্তে নড়েচড়ে বসে টি-সিরিজ। নেপালকে চিঠি পাঠানো ছাড়াও অবশেষে সংলাপ বদলাতে উদ্যোগী হয়েছেন নির্মাতারা।
সিনেমার সংলাপ লেখক মনোজ মুনতাসির শুক্লা সোশ্যাল মিডিয়ায় বলেছেন, যেসব সংলাপ দর্শকদের আঘাত করেছে, সেগুলো সংশোধন করা হবে।
মনোজ বলেন, “সনাতন যুগের মহাপুরুষদের আধুনিক যুগের কাছে সুচারুভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য। ‘আদিপুরুষ’ সিনেমার পাঁচটি সংলাপ নিয়ে দর্শক অসন্তোষ প্রকাশ করেছেন। সেগুলো বদলে দেওয়া হবে। যদি সিনেমার কিছু অংশ মানুষের পছন্দ না হয়, তার দায় আমাদের। সেই ভুল শুধরানোর দায়ও আমাদেরই।’’
এছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন , দেশের কোনও দর্শকের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে দেবেন না তিনি। পাশাপাশি, সিনেমার ‘আপত্তিকর’ সংলাপ যাতে পরিবর্তন করা হয়, সেটিও ব্যক্তিগত ভাবে দেখবেন তিনি। অনুরাগ বলেন, “ সিনেমার সংলাপ নিয়ে দর্শকের ক্ষোভ সম্পর্কে সেন্সর বোর্ড অবগত আছে। সব দিক বিচার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।।“
এদিকে প্রাণনাশের হুমকি পেয়ে মুম্বাই পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন মনোজ মুনতাসির শুক্লা।
এই পৌরাণিক সিনেমায় ‘রাম’ চরিত্রটির রূপায়ন করছেন প্রভাস, আর সীতার চরিত্রটি করছেন অভিনেত্রী কৃতি শ্যানন। এ সিনেমা দিয়েই প্রথম জুটি বেঁধেছেন তারা। রাবণ চরিত্রে রয়েছেন বলিউডের আরেক অভিনেতা সাইফ আলী খান। সিনেমার এই তিন মূল অভিনেতা অবশ্য সমালোচনা-বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেনি।
তিনদিনে সাড়ে ৩০০ কোটির কাছে
সমালোচনা, বিতর্কের মধ্যেই সিনেমাট দেখতে প্রেক্ষাগৃহে ভিড় উপচে পড়েছে। মুক্তির তিনদিনেই বিশ্বব্যাপী ৩৪০ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে ‘আদিপুরুষ’। ভারতের বক্সঅফিস ডটকম ইন্ডিয়া জানিয়েছে, কোভিড মহামারী পরবর্তী হিন্দি সিনেমার ইতিহাসে এটি তৃতীয় বৃহৎ ‘ওপেনিং’। এর আগে রয়েছে ‘পাঠান’ ও ‘কেজিএফ ২’।
তবে ৫০০ কোটি রুপির বেশি খরচ করে বানানো এই সিনেমা মুক্তির আগেই আয় করে ৪৩২ কোটি রুপি। এর মধ্যে স্যাটেলাইট রাইটস, মিউজিক রাইটস, ডিজিটাল রাইটসসহ আরও কিছু মাধ্যম থেকে ওই টাকা ঘরে তুলেছে সিনেমার প্রযোজনা সংস্থা।
পুরনো খবর