নির্মাতা ওম রাউত দুই বছর ধরে ৭০০ কোটি রুপি খরচ করে রাম, সীতা ও রাবণকে নিয়ে বানাচ্ছেন সিনেমা ‘আদিপুরুষ’। বহু ঝড়ঝাপটা পেরিয়ে রামায়ণের প্রক্ষাপটের সেই সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে মঙ্গলবার। ৩ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেইলারে গল্পের নানা দিকের আভাস দেওয়া হয়েছে। ‘বাহুবলী’ খ্যাত প্রভাস এ সিনেমায় ‘রাম’ চরিত্রটি রূপায়ন করছেন, ‘সীতা’ হয়েছেন কৃতি শ্যানন আর সাইফ আলী খান ‘রাবণ। ট্রেইলারে মহাকাব্যিক যুদ্ধের ঝলক থেকে শুরু করে প্রভাসের গুরুগম্ভীর গলায় সংলাপ আর হনুমানের লঙ্কাকাণ্ডের দৃশ্যের প্রশংসা এসেছে। তবে রাবণ চরিত্রের জন্য খুব একটা জায়গা ছাড়া হয়নি ট্রেইলারে। কয়েক দফা পিছিয়ে ১৬ জুন থ্রিডি ফরম্যাটে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় ‘আদিপুরুষ’ মুক্তির তারিখ ঠিক করা হয়েছে।
Published : 10 May 2023, 12:51 PM