প্রেমিকার মানভঞ্জনেই সপ্তাহের সাতটি দিনটি পার হয়ে যাচ্ছে কোরীয় ব্যান্ড ‘বিটিএস’ এর সদস্য জাংকুকের। সোমবারে এক রেস্তোরাঁয় প্রেমিকার অজস্র অভিযোগের সামনে জাংকুক সেই যে ‘নাস্তানাবুদ’ হলেন, এরপর শনিবার পর্যন্ত কখনও তাকে ট্রেনের ছাদে বিপজ্জনকভাবে হেঁটে, কখনও আকাশ সমান উঁচু ভবনের খোলা ছাদে নেচেগেয়ে, কখনও কফিনের ভেতরে মৃত মানুষ সেজে প্রেমিকার মন ‘গলানোর’ চেষ্টা করতে হল। শেষমেশ রোববার ঝড়বৃষ্টির রাতে মন নরম হল প্রেমিকার, রাগ-অভিমান ভুলে তিনি ক্ষমা করলেন জাংকুককে। এই গল্প জাংকুকের ‘সেভেন’ শিরোনামের প্রথম একক গানের মিউজিক ভিডিওর। যেখানে ‘প্রেমিকা’র চরিত্রে অভিনয় করেছেন কোরিয়ান অভিনেত্রী হান সো হি। ‘বিটিএস’ এর এজেন্সি বিগহিট মিউজিক গানটি প্রকাশ করেছে শুক্রবার। এই গানটি নিয়েই প্রথমবারের মত নিউ ইর্কের কনসার্ট সিরিজে একা মঞ্চে আসছেন বিটিএস এর এই সদস্য।
Published : 14 Jul 2023, 02:37 PM