‘বিটিএস’র শেষ সদস্য হিসেবে একক গানের খাতায় নাম লেখাতে চলেছেন ভি।
Published : 03 Aug 2023, 11:12 AM
জাংকুক ও আরএমদের পথ ধরে এবার একক গান নিয়ে আসছেন জনপ্রিয় কোরীয় ব্যান্ড ‘বিটিএস’ সদস্য ভি।
দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, এর আগে দলের অনান্য সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন, সুগার ও জাংকুকের ক্যারিয়ারে একক গান ও অ্যালবাম এসেছে।‘বিটিএস’র শেষ সদস্য হিসেবে এবার একক গানের খাতায় নাম লেখাতে চলেছেন ভি।
এক বিবৃতিতে ‘বিগহিউ মিউজিক’ বলছে, “ভি তার প্রথম একক অ্যালবাম তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন।“
মিউজিকের প্রযোজনা সংস্থা ‘এডিওআর’এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিন হি জিন একক গানটির মিউজিক ও কোরিওগ্রাফি থেকে শুরু করে ডিজাইন ও প্রমোশন প্রযোজনা করবেন।
মিন হি জিন বলেন, “গত বছরের শেষ নাগাদ ভি তার একক গান প্রকাশের আগ্রহ রেখেছিল। আমার ব্যস্ততার কারণে কাজটি করতে পারব কী না তা নিয়ে দ্বিধান্বিত ছিলাম। কিন্তু গানের প্রতি ভির আগ্রহ এবং তার সুন্দর কণ্ঠ আমাকে আগ্রহী করেছে।“
অ্যালবামের নাম, প্রকাশের দিনক্ষণ এখনও ঠিক হয়নি জানিয়ে বিগহিট মিউজিক বলছে, আগামীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রথম একক অ্যালবাম নিয়ে কিছুটা নার্ভাস ভি বলেন,” যদিও আমি একটু নার্ভাস, কিন্তু খুশি। গানে আমার নিজস্বতার ছাপ থাকবে। বিটিএসের ভি’র তুলনায় একক অ্যালবামে আলাদা একজন ভিকে পাবেন শ্রোতারা।“
ভি আশা করছেন, দলের সদস্যরাও তার গান পেয়ে খুশি হবেন।
একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে ‘বিটিএস’ থেকে সাময়িক বিরতিতে আছেন ভি, জাংকুকসহ দলের সবাই। তবে তারা প্রত্যেকেই বলেছেন, অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করে শিগিগরই বিটিএসে ফিরবেন তারা।
গত ১৪ জুলাই প্রকৃতি-প্রেম নির্ভর একক গান ‘সেভেন’ প্রকাশ করেছেন বিটিএস’র জাংকুক।
গানটি নিয়ে বিলবোর্ডের হট ১০০ তালিকার শীর্ষে আছেন তিনি। এছাড়া স্পটিফাই, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে রাজত্ব করছে জাংকুকের গানটি।
এর আগে গত এপ্রিলে আরেক বিটিএস তারকা জিমিন একক গান ‘লাইক ক্রেজি’ দিয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন।
আরও পড়ুন
নিজেকে আরও ‘পরিণত’ দেখতে চান জাংকুক
প্রথম একক গান ‘সেভেন’ নিয়ে জাংকুক
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিউলে লাখো বিটিএস ভক্ত