নাটক শেষে দর্শকদের সঙ্গে আড্ডাতেও বসার কথা রয়েছে জয়া-ফেরদৌস-তৌকিরদের।
Published : 26 Sep 2022, 10:38 AM
মঞ্চে নাট্যদল প্রাচ্যনাটের ‘পুলসিরাত’ নাটকটি দেখবে সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘বিউটি সার্কাস’ টিমের অভিনয় শিল্পীরা।
রাজধানীর জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হলে সোমবার সন্ধ্যা ৭টায় ‘পুলসিরাত’ মঞ্চায়নের কথা রয়েছে।
এদিন দর্শক আসনে বসে নাটকটি দেখার কথা রয়েছে ‘বিউটি সার্কাসের’ পরিচালক মাহমুদ দিদার, অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মনিসা অর্চিসহ অন্য কলাকুশলীদের।
গ্লিটজকে এ তথ্য জানিয়েছে প্রাচ্যনাট। নাটক শেষে দর্শকদের সঙ্গে আড্ডাতেও বসার কথা রয়েছে জয়া-ফেরদৌস-তৌকিরদের।
ফিলিস্তিনি লেখক গাসান কানাফানির উপন্যাস ‘মেন ইন দ্য সান’ অবলম্বনে 'পুলসিরাত' অনুবাদ করেছেন মাসুমুল আলম। আর নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
‘পুলসিরাতের’ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষাসহ আরও অনেকে।
নাটকের সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনা করেছেন নীল কামরুল, আর আলোক পরিকল্পনায় আছেন বাবর খাদেম।
পুরনো খবর
আগে ‘বিউটি সার্কাস’ দেখুন, তারপর অন্য সিনেমা: জয়া
চিরকুটের ‘বয়ে যাও নক্ষত্র’ দেখালো ‘বিউটি সার্কাস’
ট্রেইলারে সার্কাস, জাদু আর জয়া আহসান
জয়া আহসানের বিউটি সার্কাস আসছে ২৩ সেপ্টেম্বর