সিনেমার নাম ‘দি একেন: বেনারসে বিভীষিকা’।
Published : 21 Mar 2025, 12:31 AM
বছরের শুরুতে কলকাতার জনপ্রিয় গোয়েন্দা সিরিজের চরিত্র একেন বাবুকে পুরীতে রহস্যের সমাধান করতে দেখা গিয়েছিল। সেই ওয়েব সিরিজ়ের পর এবার তার সিনেমার পালা।
দুই সঙ্গীকে নিয়ে একেন বাবু পাড়ি দিয়েছেন বারাণসীতে। সেখানে চলছে ‘দি একেন: বেনারসে বিভীষিকার’ শুটিং।
আনন্দবাজার লিখেছে, দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে সপ্তাহের শুরু থেকে।
একেন চরিত্রের অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বলেন, “পুরনো টিমের সঙ্গে আবার দেখা, তাও আবার বারাণসীতে। সব মিলিয়ে আমি খুবই উত্তেজিত। আগামী কয়েক দিন খুব ভালো সময় কাটবে।”
বারণসী যে কোনো সিনেমার সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বলেই বিশ্বাস করেন অনির্বাণ।
শুটিং কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “আমি সাধারণত শীতকালে বারাণসীতে আসার চেষ্টা করি। এখন তো বেশ গরম পড়ে গিয়েছে। দিনের বেলায় শুটিং করতে একটু কষ্ট হচ্ছে। তবে খুব মজা করেই আমরা কাজটা করছি।’’
সিনেমার পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন সত্যজিৎ রায়ের সিনেমা ‘জয়বাবা ফেলুনাথ’ দেখা পর এই জায়গাটা নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল।
“মনে হত, কবে নিজের ছবিতে বারাণসীকে ব্যবহার করতে পারব। এ বার সেই সুযোগ পাওয়াটা আমার কাছে স্বপ্নপূরণের মত।“
আগের সিরিজ ও সিনেমার মত ‘দি একেন: বেনারসে বিভীষিকা’ সিনেমাতেও একেনের দুই সহকারীর চরিত্রে অভিনয় করছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ।
অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, দেবেশ চট্টোপাধ্যায়সহ আরো অনেকে।
বারাণসীর পরে কলকাতায় সিনেমার শুটিং হবে।
২০১৮ থেকে চলতি বছর পর্যন্ত একের পর এক সিজনে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচইয়ে’ অনির্বাণ দর্শকের সামনে আসেন ‘একেন বাবু’ হয়ে।
এছাড়া ‘পানির বোতল’, ‘লালবাজার’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’, ‘ব্যাধ’সহ আরও কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। গের বছর মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রধান’।
এছাড়া পরিচালক সৃজিত মুখার্জির ‘ফেলুদা ফেরত’ ও ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ নামের সিরিজেও ‘জটায়ু’ চরিত্র করে সুনাম কুড়িয়েছেন থিয়েটার করা অভিনেতা অনির্বাণ।